• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরাগকে বিষ খাইয়েছে! কোর্টে গিয়ে শিমুলের বিরুদ্ধে সাক্ষী দিল মধুবালা, রাগে ফুঁসছে দর্শকরা

Published on:

কার কাছে কই মনের কথা শিমুলের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দিল মধুবালা : Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala witnessed against Shimul

‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুলকে আবারো ভুল বুঝলো মধুবালা। পলাশ, প্রতীক্ষাদের উস্কানিতে প্রাক্তন বৌমার বিরুদ্ধে গিয়ে আদালতে সাক্ষী দিল পরাগের মা। শাশুড়ি মায়ের এহেন আচরণ দেখে ভেঙে পড়ে শিমুল (Shimul)। মধুবালার পাল্টি খাওয়া দেখে বেজায় চটে গিয়েছেন দর্শকরাও।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, বিয়ের দিন সকালে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়ে পরাগ। সেই সুযোগ কাজে লাগিয়ে সবার সামনে শিমুলকে দোষী সাব্যস্ত করে প্রতীক্ষা (Pratiksha)। তখন পুতুল এবং শিমুলের বান্ধবীরা তার পাশে দাঁড়িয়ে এগিয়ে আসে। কিন্তু পুলিশ আসার পর মধুবালা (Madhubala) নিজের কথার মাধ্যমে স্পষ্ট করে দেয়, তার শিমুলকেই সন্দেহ হচ্ছে।

কার কাছে কই মনের কথা শিমুল মধুবালা : Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

পরাগের মায়ের বক্তব্য শোনার পর শিমুলকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে থাকে। এদিকে পরাগ (Parag), পলাশ (Palash), প্রতীক্ষা মিলে মধুবালাকে বোঝাতে থাকে একমাত্র শিমুলই এই কাজ করতে পারে। তাদের কথা শুনে মধুবালাও প্রাক্তন বৌমাকেই দোষী ভাবতে শুরু করে দেয়।

আরও পড়ুনঃ ছেলেকে হারিয়ে পাগলপারা লাবণ্য, কিভাবে সূর্যকে খুঁজবে দীপা? চরম টুইস্ট আসছে অনুরাগের ছোঁয়ায়

তখন শিমুলকে সমর্থন করে মুখ খোলে পুতুল (Putul)। তবে সবাই মিলে তাকে চুপ করিয়ে দেয়। আসন্ন পর্বে দেখা যাবে, শিমুলকে আদালতে পেশ করা হয়েছে। তার বিরুদ্ধে সাক্ষী দিতে মধুবালা কাঠগড়ায় এসে দাঁড়ায়। এরপর পরাগের মা বিচারপতিকে বলেন, এতদিন তিনি শিমুলকে ভুল চিনেছেন।

কার কাছে কই মনের কথা শিমুল : Kar Kache Koi Moner Kotha Shimul in jail

মধুবালার কথায়, নিজের স্বার্থে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সেই জন্য শিমুলের মিষ্টি মিষ্টি কথায় ভুলে গিয়েছিলেন। শিমুল যে তার ছেলেদের থেকে তাকে আলাদা করে দিচ্ছে সেটা বুঝতে পারেননি। মিষ্টি মিষ্টি কথা বলে শিমুল তার পরিবারের ক্ষতি করেছে বলে দাবি করে মধুবালা।

আরও পড়ুনঃ পর্দার মত বাস্তবেও প্রেম করছে দুর্জয়-রাণী! অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

এখানেই না থেমে পরাগের মা বলে, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও শিমুল কেন তাদের বাড়িতে পড়েছিল সেটা তিনি এখন বুঝতে পারছেন। আসলে শিমুল সুযোগ সন্ধানী। তাই বিয়ের দিন সকালে সুযোগ বুঝে পরাগকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেয় সে। শাশুড়ির মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায় শিমুল। এদিকে পরাগ, পলাশ, প্রতীক্ষা এবং প্রিয়াঙ্কার মন আনন্দে ভরে যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥