• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের হাত ধরতেই পর হয়েছে মা! পর্দায় গর্ভবতী হয়ে মায়ের কষ্ট বুঝে আক্ষেপ ‘মিশকা’ অহনার

Published on:

Anurager Chhowa Mishka actress Ahona Dutta interview

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হল খলনায়িকা মিশকা। নায়ক-নায়িকা সূর্য-দীপার মতোই দর্শকমহলে তার জনপ্রিয়তা দেখার মতো। এই চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। দর্শকমহলে এখন তাঁর পরিচিতি অবশ্য ‘মিশকা সেন’ নামেই বেশি।

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’র হাত ধরে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ অহনার। ‘অনুরাগের ছোঁয়া’ তাঁর ডেবিউ সিরিয়াল (Bengali Serial)। আর বলাই বাহুল্য, প্রথম ধারাবাহিকেই ছক্কা হাঁকিয়েছেন অহনা। সোশ্যাল মিডিয়া খুললেই ‘মিশকারানী’কে (Mishka) নিয়ে নানান চর্চা-আলোচনা চোখে পড়ে। খল চরিত্রে অভিনয় করে কম সমালোচিতও হতে হয় না তাঁকে।

Anurager Chhowa Deepa Arranges Baby Shower for Mishka beating her in her own plan

যদিও অহনার কথায়, অভিনেত্রী হিসেবে এটা তাঁর সার্থকতা। সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতার সময় কেরিয়ার থেকে শুরু করে পর্দায় মা হওয়া- সব কিছু নিয়ে খোলামেলা আড্ডায় বসেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিয়ে না করেই শাঁখা-সিঁদুর পরে সাধ ভক্ষণ! মিশকার চালে পাল্টা টেক্কা দীপার, ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

সেই সাক্ষাৎকারে ‘মিশকা’ চরিত্রটির বিষয়ে অহনা বলেন, ‘এটা আমার প্রথম কাজ। আর এই চরিত্রটি অনেকখানি গুরুত্বপূর্ণ। শুরুতেই আমায় এত বড় চরিত্র দেওয়ার জন্য এবং আমার ওপর ভরসা রাখার জন্য আমি কৃতজ্ঞ। এরপর আমি যাই করি না কেন মিশকা চিরকাল আমার সঙ্গে থেকে যাবে’।

আরও পড়ুনঃ ভেজা শরীরে বাথটবে শুয়ে ‘পর্ণা’! লুক দেখে ‘জ্ঞান হারাবে বাবুউউর মা’, ছবি ভাইরাল হতেই বলছে নেটপাড়া

Anurager Chhowa Mishka

মিশকার চরিত্রে অভিনয় করে অহনা যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনই কুড়িয়েছেন সমালোচনাও। সেই প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট কথা, ‘আমি জানি আমায় অনেকেই গালমন্দ করেন, তবে এতে আমি আনন্দ পাই। এখানেই আমার অভিনয়টা সার্থক। অনেক পোর্টাল আছে যারা আমার অভিনয়ের তারিফ করেন। আমি প্রায়ই আমার অভিনয়ের প্রশংসা শুনি, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি’।

আরও পড়ুনঃ বিধবা বলে মাকে বরণ নয়, প্রথা ভেঙে পরাগ-পলাশকে বধের হুমকি শিমুলের! ফাঁস আজকের তুলকালাম পর্ব

সিরিয়ালে বর্তমানে মিশকার প্রেগন্যান্সির ট্র্যাক চলছে। সূর্যর স্পার্ম চুরি করে গর্ভবতী হয়েছে সে। এই বিষয়ে অহনা বলেন, ‘বেবিবাম্প নিয়ে অভিনয় করাটা সত্যি ভীষণ কষ্টের। আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আর আমার স্পন্ডেলাইসিসও আছে, তাই বেশ সমস্যা হচ্ছে’।

এরপর মায়েদের শারীরিক কষ্টের কথা উল্লেখ করে পর্দার মিশকা বলেন, ‘এটা তো তবুও অনেকটা হালকা। আসল বেবিবাম্প অনেক বেশি ভারী হয়। সেখান থেকে বুঝি মা-দের কষ্টটা’। প্রসঙ্গত, মিশকা চরিত্রে অভিনয় করতে করতেই ‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান অহনা। অভিনেত্রী মা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই গত কয়েকমাস ধরে মায়ের সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না অহনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥