• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মা’কে মুক্ত করেছি’, প্রেমিকের জন্য মায়ের হাত ছেড়ে সাক্ষাৎকারে অকপট পর্দার ‘মিশকা’ অহনা

Published on:

Anurager Chhowa Mishka actress Ahona Dutta celebrates one year relationship with Dipankar Ray

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের চর্চিত খলনায়িকাদের মধ্যে একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে গোটা বাংলায় পরিচিতি লাভ করেছেন তিনি। সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে তাঁর পরিচয় এখন ‘মিশকা’ নামেই বেশি। সূর্যর প্রতি তার ভালোবাসার কথা কারোর অজানা নয়।

তবে শুধু পর্দাতেই না, বাস্তব জীবনেও অহনার প্রেম জীবন নিয়ে বহুল চর্চা হয়। ‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের (Dipankar Ray) সঙ্গে সম্পর্কে আছেন অভিনেত্রী। সিরিয়ালের সেট থেকে শুরু তাঁদের প্রেম। যদিও অহনার মা এই সম্পর্ককে মেনে নিতে পারেননি। যে কারণে তলানিতে এসে ঠেকেছে মা-মেয়ের সম্পর্ক। ভালোবাসার জন্য ঘর-ছাড়া হয়েছেন পর্দার মিশকা (Mishka)

Ahona Dutta and Dipankar Ray, Ahona Dutta boyfriend, Ahona Dutta Mishka

সম্প্রতি দীপঙ্কর-অহনার সম্পর্কের এক বছর পূরণ হল। বিশেষ দিন উপলক্ষ্যে প্রেমিকের সঙ্গে একটি আদুরে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। উজাড় করে দেন নিজের মনের সব কথা। তবে এই এক বছরে কিন্তু কম কটাক্ষ শুনতে হয়নি অহনাকে। সব মিলিয়ে, প্রেমিকের সঙ্গে এই সময় কাটানোর অনুভূতি কেমন তাঁর?

আরও পড়ুনঃ TRP তুলতে নতুন টুইস্ট! তারার জীবনে নতুন প্রেম, ‘সন্ধ্যাতারা’তে এন্ট্রি নিচ্ছেন এই অভিনেতা

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয় ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) অভিনেত্রীকে। জবাবে অহনা বলেন, ‘বহু সম্পর্ক খুব কম দিনেই শেষ হয়ে যায়। তবে আমরা এত প্রতিকূলতার মধ্যেও যে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছি, সেটা ভেবে এখন ভালো লাগছে। অনেকের প্রচুর নেতিবাচক মন্তব্য শুনেছি। এখন যদিও মানুষের সমালোচনা অনেকটা কমেছে’।

Ahona Dutta and Dipankar Ray, Ahona Dutta boyfriend, Ahona Dutta Mishka

অহনার সংযোজন, ‘এই ৩৬৫ দিন আমায় আগলে রেখেছে দীপঙ্কর। আমরা ভালো আছি’। গত এক বছরে অভিনেত্রীর জীবনে একাধিক পরিবর্তন এসেছে। দীপঙ্করের পরিবার তাঁদের সম্পর্কে খুশি হলেও, অহনার মা এখনও মুখ ফিরিয়ে রেখেছেন তাঁদের থেকে।

আরও পড়ুনঃ TRP টপার হতে তৈরী! রণজয়-শ্বেতার ‘কোন গোপনে মন ভেসেছে’র নতুন প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা

মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা হলে পর্দার মিশকা বলেন, ‘মা হয়তো এরকম জীবনই চেয়েছিলেন। আমি মুক্ত করে দিয়েছি। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মা ভালো আছে দেখে আমার ভালোলাগছে, এটুকুই’। প্রসঙ্গত, সম্পর্কের বর্ষপূর্তিতে শহরের বাইরে একটি রিসর্টে গিয়েছিলেন দীপঙ্কর-অহনা। বিশেষ দিন উপলক্ষ্যে প্রেমিককে একটি সোনার হার উপহার দিয়েছেন অভিনেত্রী। অপরদিকে দীপঙ্কর দিয়েছেন একটি সোনার আংটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥