• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন ভাঙল ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেতার! ছবি শেয়ার করে ব্রেক আপের কথা ঘোষণা করলেন টেলি তারকা

Published on:

Anurager Chhowa fame Prarabdhi Singha shared cryptic post with girlfriend Ashmita Chakraborty

বিনোদন দুনিয়ায় তারকাদের মন দেওয়া নেওয়া লেগেই থাকে। একসঙ্গে কাজ করতে গিয়ে হামেশাই প্রেমে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। কয়েক দিন ধরে যেমন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য এবং ঊর্মির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অনস্ক্রিন ভাসুর দিব্যজ্যোতি দত্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৌমিলি চক্রবর্তী।

পর্দার সূর্য-ঊর্মি নিজেদের সম্পর্কে এখনও শিলমোহর না দিলেও, এই নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র। এসবের মাঝেই শোনা গেল, ‘অনুরাগের ছোঁয়া’র এক অভিনেতার মন ভেঙেছে। ছবি শেয়ার করে তিনি নিজে এই খবর জানিয়েছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন অভিনেতার ব্রেক আপ (Break Up) হয়েছে।

Prarabdhi Singha and Ashmita Chakraborty

অনেকেই জানেন, টেলি অভিনেতা প্রারব্ধী সিংহ (Prarabdhi Singha) এবং অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty) সম্পর্কে আছেন। সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে তাঁদের পরিচিতি অবশ্য ‘জয়’ এবং কলি’ নামেই বেশি। একজনকে দেখা যাচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’য় অভিনয় করতে এবং দ্বিতীয়জন কাজ করছেন ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে।

আরও পড়ুনঃ কূটকচালি নয়, মা হারা মেয়ের ভালোবাসা পাওয়ার কাহিনী! প্রকাশ্যে জি বাংলার নতুন মেগা ‘আলোর কোলে’ এর প্রোমো

এর আগে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রারব্ধী এবং অস্মিতা। সেখানে স্বামী-স্ত্রী শুভ এবং রিয়ার চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। এই ধারাবাহিকে কাজ করতে গিয়েই বাস্তব জীবনেও মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল দুই টেলি তারকার। এরপর থেকে চুটিয়ে প্রেম করছেন তাঁরা।

আরও পড়ুনঃ প্রেমিকের হাত ধরতেই পর হয়েছে মা! পর্দায় গর্ভবতী হয়ে মায়ের কষ্ট বুঝে আক্ষেপ ‘মিশকা’ অহনার

Prarabdhi Singha and Ashmita Chakraborty

প্রারব্ধী এবং অস্মিতার ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিয়ে প্রায়ই তাঁদের ‘লাভিডাভি’ পোস্ট চোখে পড়ে। সোহাগে-আদরে মাখামাখি তাঁদের সেই পোস্টগুলি দেখতে ভীষণ ভালোলাগে অনুরাগীদের। কিন্তু সম্প্রতি সেই প্রারব্ধীরই একটি পোস্ট দেখে চোখ কপালে উঠেছে সকলের।


দিন কয়েক আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রারব্ধী। সেই ছবিতে দেখা যাচ্ছে, অস্মিতার কপালে চুম্বন করছেন তিনি। তবে সকলের নজর কাড়ে অভিনেতার ক্যাপশন। পর্দার জয় লিখেছেন, ‘আমাদের শেষ ছবি’। আর তা দেখেই চিন্তায় পড়ে গিয়েছেন অনেকে। তাহলে কি সত্যিই ভেঙে গেল ‘ভাগ্যলক্ষ্মী’ জুটি?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥