• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপাকে একা ফেলে ঊর্মির সঙ্গে পাহাড়ে সূর্য! দিব্যজ্যোতি-সৌমিলির ছবি দেখেই ধরে ফেললো নেটিজেনরা

Published on:

Anurager Chhowa fame Dibyojyoti Dutta and Soumily Chakraborty share photos from mountain

কথাতেই আছে, প্রেমের খবর বেশিদিন চাপা রাখা যায় না। যেভাবেই হোক তা সামনে চলেই আসে। কথাটা আমজনতার পাশাপাশি তারকাদের ক্ষেত্রেও কিন্তু খাটে। সেলেবরা নিজেদের প্রেমজীবন যতই পর্দার আড়ালে রাখার চেষ্টা করুক না কেন, কোনও না কোনও ভাবে তা ঠিক সামনে চলেই আসে। সম্প্রতি যেমন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) আর সৌমিলি চক্রবর্তীকে (Soumily Chakraborty) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

গত কয়েক মাস ধরেই নেটপাড়ায় দিব্যজ্যোতি-সৌমিলির (Dibyojyoti-Soumily) প্রেম নিয়ে নানা কথা হচ্ছে। শোনা যাচ্ছে, অনস্ক্রিন শালি তথা ভাইয়ের বৌকেই বাস্তবে মন দিয়েছেন দর্শকদের প্রিয় সূর্য। যদিও সৌমিলি প্রথম নন, এর আগেও একাধিক টেলি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে দিব্যজ্যোতির। কখনও সৌমিতৃষা কুণ্ডু, কখনও স্বস্তিকা ঘোষের সঙ্গে তাঁর লিঙ্ক আপের খবর সামনে এসেছে। তবে প্রত্যেককেই স্রেফ ‘বন্ধু’র নাম দিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক।

Soumily Chakraborty says I am not single amid relationship rumours with Dibyojyoti Dutta

তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে, দিব্যজ্যোতি-সৌমিলির প্রেম জমে একেবারে ক্ষীর! দু’জনে নাকি পাহাড়ে ছুটি কাটাচ্ছেন। দুই তারকার শেয়ার করা ছবি থেকেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত। একসঙ্গে ছবি শেয়ার না করলেও, দু’জনেই পাহাড়ের কোলে তোলা ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেন।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, শীঘ্রই আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড! প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা

পর্দার ঊর্মির ছবিটি তোলা অয়েছে গ্যাংটকে। অপরদিকে সূর্যকে দেখা যাচ্ছে পাহাড়ি কোনও রাস্তায় দাঁড়িয়ে থাকতে। দিব্যজ্যোতি-সৌমিলি দু’জনকেই পাহাড়ে দেখে দুইয়ে দুইয়ে চার করে নেন অনেকে। তাহলে কি একসঙ্গে ছুটি কাটাচ্ছে ‘সূর্মি’ জুটি? উঠেছে সেই প্রশ্নও। যদিও তাঁরা সত্যিই একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কিনা তা জানা যায়নি।

প্রসঙ্গত, কয়েক মাস আগে অবধি ‘অনুরাগের ছোঁয়া’ নায়িকা স্বস্তিকা ঘোষের সঙ্গে দিব্যজ্যোতির প্রেমের গুঞ্জন শোনা যেত। এরপর আচমকাই একদিন একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছিলেন। শোনা গিয়েছিল, সিরিয়ালের সেটেও নাকি দু’জনের কথা হয় না। যদিও কয়েকদিন পর তাঁদের মধ্যেকার ঝামেলা মিটে যায়। এরপর ফের একে অপরকে ফলো করতে শুরু করেন তাঁরা।

আরও পড়ুনঃ পর্দার মত বাস্তবেও প্রেম করছে দুর্জয়-রাণী! অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

এই বিষয়ে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় দিব্যজ্যোতি বলেন, ‘আমাদের কোনও ঝগড়া নেই। স্বস্তিকার সঙ্গে দিব্যজ্যোতির বন্ধুত্ব চিরকার থাকবে। স্বস্তিকাকে যদি প্রশ্ন করা হয় ও একই কথা বলবে। একটা ঘরে অনেক বাসন থাকলে টুংটাং আওয়াজ হবেই। তাই বলে বাসনগুলো কেউ ছুঁড়ে ফেলে দেয় না। আমাদের দু’জনের বন্ধুত্বটাও তেমন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥