• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুপমের তৃতীয় হলেও হবু স্ত্রীর দ্বিতীয়, গায়িকা প্রশ্মিতার প্রথম স্বামী কে ছিল জানেন?

Published on:

Anupam Roy's would be wife Prashmita Paul's first husband identity

গায়ক অনুপম রায় (Anupam Roy) যে তৃতীয় বিয়ে করছেন একথা এতক্ষণে কমবেশি সকলেই জেনে গিয়েছেন। হবু স্ত্রীয়ের নাম প্রশ্মিতা পাল (Prashmita Paul)। পাত্রীও সঙ্গীতজগতের পরিচিত মুখ। আগামী ২ মার্চ পরিবার-কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করবেন তাঁরা। শোনা যাচ্ছে, জাঁকজমক করে নয়, বরং ঘরোয়াভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন টলিপাড়ার এই তারকাজুটি।

দীর্ঘদিন ধরে সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত প্রশ্মিতা। একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। তাঁর গাওয়া গান মানুষের মুখে মুখে শোনা গেলেও, গায়িকা নিজেকে বরাবর লাইমলাইট থেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন। জানেন কি, এটি প্রশ্মিতার দ্বিতীয় বিয়ে! এর আগেও একবার বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি।

Anupam Roy is going to marry Tollywood singer Prashmita Paul

খাস কলকাতার মেয়ে প্রশ্মিতা। এখানকার স্কুল-কলেজেই পড়াশোনা করেছেন। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। পড়াশোনার পাশাপাশি গানেও তুখোড় অনুপমের হবু স্ত্রী। রাজ চক্রবর্তী পরিচলিত ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির ‘সাজনা’, ‘শুধু তোমারই জন্য’ ছবির ‘দেখতে বউ বউ’ থেকে শুরু করে ‘হাইওয়ে’ সিনেমায় অনুপমের সুরে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গেয়েছেন এই প্রশ্মিতাই।

আরও পড়ুনঃ পিয়াকে বিয়ে করে জুটেছিল ‘বউ চোর’ তকমা! এবার অনুপমের তৃতীয় বিয়ের আগে মুখ খুললেন পরমব্রত

এহেন গুণী গায়িকার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের কৌতূহল ব্যাপক। অনুপমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে যেমন সংবাদের শিরোনামে উঠে এসেছে প্রশ্মিতার ব্যক্তিগত জীবন। নাম প্রকাশে অনিচ্ছুক গায়িকার এই বহুদিনের পরিচিত বন্ধু জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন এটি গায়িকার দ্বিতীয় বিয়ে।

Prashmita Paul first husband identity

এর আগে শৌনক নামের এক ব্যক্তির (Prashmita Paul First Husband) সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন প্রশ্মিতা। প্রথম স্বামী পেশায় চিকিৎসক ছিলেন। তবে বিয়ের ৪-৫ মাসের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। নেপথ্যে নাকি শৌনকের বিবাহ বহির্ভূত সম্পর্ক! তবে সেসব এখন অতীত। এবার অনুপমের সঙ্গে নতুনভাবে নিজের জীবন গুছিয়ে নিতে চলেছেন প্রশ্মিতা।

আরও পড়ুনঃ কাঞ্চনকে বিয়ে করে ‘সুখী’ নন! বিয়ে হতে না হতেই ‘আক্ষেপ’ নতুন বউ শ্রীময়ীর

জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে গায়িকা বলেন, ‘একই পেশা হওয়ার জন্য অনেকদিন ধরেই আমি অনুপমকে চিনি। সম্পর্ক কবে থেকে সেটা যদি জানতে চান তাহলে বলা ভালো এই এক বছর! তবে এটা নিয়ে আলোচনা হোক সেটা চাইনি’। অনুপম-প্রশ্মিতা কেউ কাউকে প্রেম প্রস্তাব দেননি। বাক্যব্যয় না করেই একে অপরের মনের কথা বুঝে গিয়েছেন তাঁরা। মনের মিলন আগেই হয়েছে, এবার শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥