• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঞ্চনকে বিয়ে করে ‘সুখী’ নন! বিয়ে হতে না হতেই ‘আক্ষেপ’ নতুন বউ শ্রীময়ীর

প্রেম দিবসে বিয়ে করেছেন টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সিঁথিতে সিঁদুর পরানো বাকি থাকলেও, আইনি বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। আগামী ৬ মার্চ ধুমধাম করে সামাজিক বিয়ে হবে দু’জনের। তার আগেই কাঞ্চনকে বিয়ে প্রসঙ্গে নিজের মনের কথা খোলসা করলেন নতুন বউ শ্রীময়ী।

কয়েক বছর ধরেই সংবাদের শিরোনামে রয়েছে কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan Sreemoyee) সম্পর্ক। অভিনেতাকে কখনও ‘দাদা’, কখনও ‘গুরু’ হিসেবে পরিচয় দিয়েছেন শ্রীময়ী। তবে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের ডিভোর্স হতেই আর দেরি করলেন না তাঁরা। আইনি বিয়ে সেরে নিজেদের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দিলেন দু’জনে।

   

Sreemoyee Chattoraj opens up about her wedding plans with Kanchan Mullick

দ্বিতীয় ডিভোর্স হওয়ার কয়েকদিনের মধ্যেই তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৫৩ বছরের অভিনেতা। শ্রীময়ীর সঙ্গে তাঁর বয়সের ফারাক প্রায় ২৭ বছরের। যদিও ‘মিসেস মল্লিক’ জানিয়েছেন, তিনি বরাবরই ‘ম্যাচিওর রিলেশনশিপ’ চাইতেন। পাশাপাশি কিছু ‘আক্ষেপে’র কথাও জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘বাবু’ না ‘সোনা’ বিয়ের পর কাঞ্চনকে কি বলে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালেন অভিনেত্রী

জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে বিয়ের অনুভূতি প্রকাশ করার সময় শ্রীময়ী বলেন, এখনও তিনি বুঝে উঠতে পারছেন না যে তাঁর বিয়ে হয়ে গিয়েছে। আপাতত সামাজিক বিয়ে নিয়ে বেশ চিন্তায় আছেন তিনি। আত্মীয়-স্বজনদের ঠিকভাবে আপ্যায়ন করার চিন্তা চেপে বসেছে নতুন বউয়ের মনে।

did Kanchan Mullick Sreemoyee Chattoraj gone for Honeymoon actress shares photo of trip became viral

শ্রীময়ী এরপর আক্ষেপ প্রসঙ্গে বলেন, কাঞ্চনকে আরও একটু আগে নিজের করে পেতে চেয়েছিলেন তিনি। কাঞ্চন তাঁকে স্নেহ-ভালোবাসা দিয়ে চিরকাল আগলে রাখবেন এটাই স্বপ্ন অভিনেত্রীর। এর বাইরেও আরও একটা আক্ষেপ রয়েছে তাঁর। ছোটবেলা থেকেই শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুর, শাশুড়ি, ননদ, জা সবাইকে নিয়ে সংসার করতে চাইতেন শ্রীময়ী। কাঞ্চনকে বিয়ে করার পর ননদ, জা, দাদা, বৌদি সকলকেই পেয়েছেন তিনি। পাননি শুধু শ্বশুর-শাশুড়িকে।

আরও পড়ুনঃ এক-দুই নয়! কাঞ্চন থেকে শ্রাবন্তী, তিনবার সাত পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার এই তারকারা

বহুদিন আগেই নিজের মা-বাবাকে হারিয়েছেন অভিনেতা। তাই শ্বশুর-শাশুড়িকে নিয়ে সংসার না করতে পারার আক্ষেপটা রয়ে গিয়েছে শ্রীময়ীর মনে। ‘মিসেস মল্লিক’ বলেন, বাড়িতে শ্বশুর-শাশুড়ি থাকাটা ভীষণ জরুরি। কারণ তাঁরা হলেন অভিভাবকের মতো। কাঞ্চনের বাড়িতে শুধু তাঁদের দু’জনের সংসার হবে। অন্যদিকে শ্রীময়ীর পরিবারে সবাই আছেন। অভিনেত্রীর দাদুর বয়স প্রায় ৯৫ বছর। ইতিমধ্যেই তাঁর থেকে বিয়ের অনুমতি নিয়ে নিয়েছেন কাঞ্চন। আপাতত চার হাত এক হওয়ার অপেক্ষায় দিন গুনছে দুই পরিবার।