• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তকে ভিলেন বানানোর চেষ্টা! ‘বিগ বস’র ঘরে প্রাক্তনের সাথে ব্রেক আপ নিয়ে বিস্ফোরক অঙ্কিতা

Published on:

Ankita Lokhande talks about her break up with Sushant Singh Rajput on Bigg Boss

এই মুহূর্তে ‘বিগ বস’র (Bigg Boss) ঘরে রয়েছেন ‘পবিত্র রিশ্তা’ খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। স্বামী ভিকি জৈনের সঙ্গে সলমন খানের শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি। সম্প্রতি সেখানেই সহ প্রতিযোগী মুনাওয়ার ফারুকির সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কিতা জানান, কোনও কারণ না দেখিয়েই তাঁর সঙ্গে ব্রেক আপ করেছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)

জি টিভির ‘পবিত্র রিশ্তা’ (Pavitra Rishta) ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত-অঙ্কিতা। মানব-অর্চনার চরিত্রে অভিনয় করতে করতেই বাস্তব জীবনে একে অপরকে মন দিয়ে ফেলেন দুই তারকা। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। এরপর আচমকাই একদিন শোনা যায়, ৭ বছরের সম্পর্কে ইতি টেনেছেন (Break Up) দু’জনে।

Ankita Lokhande on her break up with Sushant Singh Rajput

মুনাওয়ারকে এই প্রসঙ্গে অঙ্কিতা বলেন, কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন সুশান্ত। এক রাতের মধ্যে তাঁর সম্পূর্ণ জীবন পাল্টে গিয়েছিল বলে দাবি করেন অভিনেত্রী। অঙ্কিতার কথায়, সেই রাতে সুশান্তে চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাননি তিনি। তাই অভিনেতাকে আটকানোরও কোনও চেষ্টা করেননি।

আরও পড়ুনঃ টলিউডে ফ্লপ হলেও ছোটপর্দায় হিট, এই ৫ সিরিয়ালে নায়কদের পারিশ্রমিক চমকে দেওয়ার মত

‘পবিত্র রিশ্তা’ অভিনেত্রী এরপর সুশান্তের প্রসঙ্গে বলেন, ‘যখন কেউ কেরিয়ারে ওপরে উঠতে শুরু করে তখন তাঁর কান ভরতে অনেক মানুষ চলে আসে। আমি যদিও জানি না ঠিক কী হয়েছিল। তবে ওকে আমি আটকানোর চেষ্টা করিনি’। অঙ্কিতা জানান, ব্রেক আপের পর আর কোনোদিন সুশান্তের মুখোমুখি হননি তিনি।

আরও পড়ুনঃ একাই পেয়েছেন ৫টি জাতীয় পুরস্কার! শ্রেয়া-অরিজিৎ-র একটা গানের দক্ষিণা কত জানেন?

Ankita Lokhande on her break up with Sushant Singh Rajput

অঙ্কিতার এই মন্তব্য নিয়েই এখন তুমুল চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কারোর দাবি, প্রয়াত সুশান্তকে নেতিবাচক আলোয় তুলে ধরেছেন অঙ্কিতা। আজ যে মানুষটা নেই তাঁকে নিয়ে এই ধরণের মন্তব্য না করাই শ্রেয় বলে মত তাঁদের। পাশাপাশি আরেকাংশের আবার দাবি, সুশান্ত-অঙ্কিতার ব্রেক আপ না হলে অভিনেতার এত করুণ পরিণতি হয়তো হতো না।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন অগুনতি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশ পাড়ি দেন সুশান্ত। অভিনেতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর নিথর দেহ। সেই সময় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ডেট করছিলেন তিনি। অঙ্কিতার সঙ্গে ব্রেক আপের পর একাধিক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ালেও কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি সুশান্তের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥