• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডে ফ্লপ হলেও ছোটপর্দায় হিট, এই ৫ সিরিয়ালে নায়কদের পারিশ্রমিক চমকে দেওয়ার মত

টলিউড এবং বাংলা সিরিয়ালের (Bengali Serial) মধ্যেকার বিভাজন আস্তে আস্তে কমছে। জনপ্রিয়তার নিরিখে বহু টেলি তারকা এখন টলি সেলেবদের ছাপিয়ে যান। তবে আপনি কি জানেন, বাংলা টেলিভিশনে এমন অনেক অভিনেতা (Bengali Serial Actor) রয়েছেন যাদের কেরিয়ার শুরু হয়েছিল সিনেমার হাত ধরে। তবে সিরিয়ালে কাজ করে তাঁরা সর্বোচ্চ খ্যাতি পেয়েছেন। আজকের প্রতিবেদনে টলিউডে (Tollywood) ফ্লপ অথচ ছোটপর্দায় সুপারহিট এমনই ৫ অভিনেতার নাম তুলে ধরা হল।

গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) : মহানায়ক উত্তম কুমারের নাতি ‘ভালোবাসা অনেক নাম’ সিনেমার হাত ধরে টলিউডে পা রেখেছিলেন। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে তেমন সাফল্য আসেনি। এরপর ছোটপর্দায় পা রাখেন গৌরব। আজ বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি।

   

Gourab Chatterjee, Highest paid actors of Bengali serial

প্রতীক সেন (Pratik Sen) : ২০০৮ সালে টলিউড অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেন প্রতীক। প্রথম ছবিতেই তাঁর নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর ‘আমার বডিগার্ড’, ‘চল কুন্তল’, ‘পাসপোর্ট’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও অভিনয় করলেও তেমন সাফল্য পাননি প্রতীক। কিন্তু টেলি দুনিয়ায় পা রাখার পরেই ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। ‘খোকাবাবু’, ‘মোহর’, ‘এক্কাদোক্কা’র মতো একাধিক হিট সিরিয়ালে অভিনয় করে আজ দর্শকমনে রাজত্ব করছেন প্রতীক।

আরও পড়ুনঃ এক হবে মেঘ-নীল! গিনি সত্যি জানাতেই ময়ূরীকে চড় মীনাক্ষীর, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Pratik Sen, Highest paid actors of Bengali serial

আরও পড়ুনঃ ‘নারী মানেই অবলা’ মোটেই নয়! সমাজের ধারণা বদলে দিয়েছে ধারাবাহিকের এই ৫ নায়িকারা

আদৃত রায় (Adrit Roy) : বাংলা টেলিভিশনের আইকনিক সিরিয়ালগুলির মধ্যে একটি হল ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিকে নায়ক সিদ্ধার্থ ওরফে উচ্ছেবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন আদৃত। তবে অনেকেই জানেন না, অভিনেতার কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল টলিউড নায়ক হিসেবে। রাজ চক্রবর্তীর হাত ধরে সিনেজগতে ডেবিউ করেছিলেন তিনি। তবে সিরিয়ালে কাজ করার পরেই কাঙ্খিত সাফল্য পান আদৃত।

Adrit Roy, Highest paid actors of Bengali serial

জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee) : ‘টার্গেট’র হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন জয়। তবে সেই সিনেমা বক্স অফিসে ডাহা ফ্লপ হয়। এরপর নিজের বদরাগী স্বভাব এবং ব্যবহারের কারণে বিতর্কে জড়ায় অভিনেতার নাম। শোনা যায়, একটা সময় তাঁর হাতে কোনও কাজ ছিল না। এরপর ‘চোখের তারা তুই’র হাত ধরে ছোটপর্দায় পা রাখেন তিনি। যদিও ‘জিয়ন কাঠি’র সেটে ঐন্দ্রিলা শর্মার সঙ্গে দুর্ব্যবহার করায় ফের কাজ হারান জয়।

Joy Mukherjee, Highest paid Bengali serial actors

সোমরাজ মাইতি (Somraj Maity) : মধ্যবিত্ত পরিবারের ছেলের সোমরাজ পড়াশোনার বেশ তুখোড় ছিলেন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভালো মাইনের চাকরিও জোগাড় করে নিয়েছিলেন তিনি। তবে এরপর পা রাখেন অভিনয় দুনিয়ায়।

Somraj Maity, Highest paid actors of Bengali serial

২০১৭-২০২০ সাল পর্যন্ত বেশ কিছু টেলিফিল্মে কাজ করেন সোমরাজ। তবে সিনেমায় তেমন সাফল্য পাননি অভিনেতা। ছোটপর্দায় পা রাখার পরেই ঘুরেছিল সোমরাজের ভাগ্যের চাকা।

site