• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্বালিয়ে মারছে ভ্লগাররা! মটকা গরম হতেই ঝেঁটিয়ে দিল রানু মন্ডল, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Published on:

রেগে ঝাঁটাপেটা করল রানু মন্ডল : Angry Ranu Mondal beats vlogger with broom viral video

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি তারকা হয়েছেন বহু মানুষ। এমনই একজন ব্যক্তিত্ব হলেন রানু মণ্ডল (Ranu Mondal)। বছর চারেক আগে রাণাঘাট প্ল্যাটফর্মে (Ranaghat Platform) বসে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। মুহূর্তের মধ্যে ঘুরে গিয়েছিল তাঁর ভাগ্যের চাকা। একসময় যিনি স্টেশনে বসে ভিক্ষা করতেন, তিনি রাতারাতি পৌঁছে গিয়েছিলেন বলিউডে।

রানুর প্রতিভার প্রশংসা করেছিলেন বিনোদন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়া তাঁকে নিজের সঙ্গে গান গাওয়ার সুযোগ অবধি করে দেন। হিমেশ-রানুর ‘তেরি মেরি’ গানটি বেশ পছন্দ হয়েছিল শ্রোতাদের। নাম, যশ, খ্যাতি আস্তে আস্তে সবই আসছিল রানুর কাছে। সেই সঙ্গেই বাড়ছিল গায়িকার অহংকার।

Ranu Mondal again goes viral, ভাইরাল রানু মণ্ডল

কথাতেই আছে, ‘অহংকার পতনের মূল’। ভাইরাল (Viral) এই গায়িকার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। সাফল্য আসতেই তিনি যেন নিজেকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করেছিলেন। রানুর এই ব্যবহার দেখে ক্ষুণ্ণ হয়েছিলেন অনেকেই। আস্তে আস্তে সময়ের সঙ্গে তাঁকে ভুলতে শুরু করেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ ‘রেট কত?’ ধুন্ধুমার কাণ্ড ভাইরাল পাইস হোটেলে, ইউটিউবারকে ধুয়ে দিল ‘স্মার্ট দিদি’ নন্দিনী

রানুর উত্থান যত তাড়াতাড়ি হয়েছিল, তত তাড়াতাড়িই তিনি স্মৃতির অতলে হারিয়ে যান। এখন ফের ভাঙাচোরা বাড়িতে ফিরেছেন তিনি। সেখানেই দিন কাটে তাঁর। তবে সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছেন ‘তেরি মেরি’ গায়িকা।

Ranu Mondal again goes viral, ভাইরাল রানু মণ্ডল

রানু মণ্ডলের বাড়িতে মাঝেমধ্যেই বিভিন্ন ইউটিউবার-ভ্লগাররা যান। সেখানে গিয়ে তাঁর সঙ্গে ভিডিও বানান। সম্প্রতি এমনই দু’জন ভ্লগার গিয়েছিলেন সেখানে। তবে তাঁদের ঝাঁটাপেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, বেশ রেগে আছেন রানু মণ্ডল। ‘বেইমান’ বলে এক ব্যক্তিকে সম্বোধন করেন তিনি।

আরও পড়ুনঃ সামনেই বিয়ে? আইবুড়োভাত খাচ্ছেন ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

সেই সময় একজন মহিলা এসে রানুকে বলেন, ‘আমরা সেই সকালবেলা থেকে বেরিয়ে…’। কিন্তু  তিনি কথা সম্পূর্ণ করার আগেই তাঁকে ঝাঁটা দিয়ে মারতে শুরু করেন রানু। এরপর পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ঝাঁটা দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেন তিনি। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় গায়িকার এই ভিডিও। তা দেখে কেউ লিখেছেন, ‘ওহ তেরি!’ কেউ আবার হাসির স্টিকার দিয়ে জাহির করেছেন নিজের প্রতিক্রিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥