• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দু’মাসের মাথাতেই ডিভোর্স? বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকাকে নিয়ে তোলপাড় নেটপাড়া

Published on:

Anamika Chakraborty trolled for sharing a bold video

বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হল অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) এবং উদয় প্রতাপ সিংয়ের (Uday Pratap Singh)। দু’জনেই একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। ‘এখানে আকাশ নীল’ (Ekhane Aakash Neel), ‘উড়ন তুবড়ি’র (Uron Tubri) মতো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অনামিকা। সেই সঙ্গেই টলিউডেও ডেবিউ করে ফেলেছেন তিনি। অপরদিকে উদয় এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে।

বাংলা টেলিভিশনের এই দুই তারকা যে প্রেম করতেন তা কারোর অজানা ছিল না। মাস দুয়েক হল বিয়ে করেছেন উদয়-অনামিকা। তবে এখন শোনা যাচ্ছে, তারকাজুটির সংসারে নাকি ভাঙন ধরেছে। সম্প্রতি নেটপাড়ায় অনামিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই সংসার ভাঙার (Divorce) গুঞ্জনের সূত্রপাত।

Bengali serial actor Uday Pratap Singh and Anamika Chakraborty share Aiburobhat pictures ready for marriage

কাছের মানুষদের উপস্থিতিতে গত ২৮ জুন গাঁটছড়া বাঁধেন উদয়-অনামিকা। তাঁদের বিয়ের নানান ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। তারকাজুটির বিয়ের খবরে বেশ খুশি হয়েছিলেন অনুরাগীরা। তাহলে হঠাৎ কেন এই দুই টেলি তারকার সংসার ভাঙা নিয়ে জলঘোলা হচ্ছে নেটপাড়ায়?

আরও পড়ুনঃ মা-বাবার সাথে থাকা হল না সোনা-রুপার! সূর্যর ভুল ভাঙতেই মৃত্যু শয্যায় দীপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগামী ট্র্যাক

Anamika Chakraborty and Uday Pratap Singh, Anamika Chakraborty and Uday Pratap Singh divorce

আসলে সম্প্রতি সমাজমাধ্যমে অনামিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বোল্ড অবতারে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। খোলামেলা পোশাকে স্পষ্ট নায়িকার ক্লিভেজ। ন্যুড লিপস, স্মোকি আইয়ে বেশ মোহময়ী দেখাচ্ছে অভিনেত্রীকে। অনামিকার এই পোস্টের কমেন্ট বক্সেই একাধিক নোংরা মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! ‘কিরণমালা’ অভিনেত্রী রুকমার গান শুনে মুগ্ধ দর্শকেরা


কেউ পর্দার হিয়ার শরীর নিয়ে কটাক্ষ করেছেন। কেউ আবার লিখেছেন, ‘এরই মধ্যে ডিভোর্স হয়ে গেল নাকি? এগুলো কী ধরণের পোশাক?’ অনেকে আবার অভিনেত্রীর চরিত্রেও দিকেও আঙুল তুলেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল হিট অনামিকার নতুন ভিডিও। তবে অভিনেত্রী নিজে এসব কটু কথার কোনও জবাব দেননি। উদয়ের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে প্রশ্ন উঠলেও মুখে কুলুপ এঁটে রেখেছেন তিনি। আসলে নিন্দুকদের পাল্টা জবাব দেওয়া নয়, বরং ট্রোলারদের এড়িয়ে চলাই সমীচীন মনে করেছেন অনামিকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥