• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐশ্বর্যকে বিয়ের শখ! পাক ক্রিকেটারকে রগড়ে দিলেন শ্বশুর অমিতাভ বচ্চন

Updated on:

Amitabh Bachchan shares cryptic tweet after Abdul Razzaq apologizes to Aishwarya Rai Bachchan

বচ্চন পরিবারের বৌমা তিনি। সেই ঐশ্বর্য রাইকে (Aishwarya Rai Bachchan) বিয়ে করার স্বপ্ন! দিনকয়েক আগেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার (Pakistani Cricketer)। রে-রে করে তাঁর দিকে তেড়ে এসেছিল নেটিজেনদের একাংশ। এবার সেই ক্রিকেট তারকাকে একহাত নিয়ে খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!

সম্প্রতি অভিষেক-পত্নী ঐশ্বর্যকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাক (Abdul Razzaq)। চলতি বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহিদ আফ্রিদি, উমর গুল, আব্দুল রজ্জাকরা।

Abdul Razzaq on Aishwarya Rai Bachchan

সেই অনুষ্ঠানেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন রজ্জাক। প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, সেটা নিয়ে এখন চারিদিকে প্রচুর আলোচনা হচ্ছে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতি করার চেষ্টাটাই করে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি কারোর মনে হয়, ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তান সুন্দর দেখতে হবে তাহলে তা কখনওই সম্ভব নয়’।

আরও পড়ুনঃ অমানুষ ছেলের থেকে মুক্তি দিয়ে শিমুল-শতদ্রুর বিয়ে দেবে মধুবালা! ফাঁস দীপাবলীর ‘মহাধামাকা’ পর্ব

ব্যস, এই মন্তব্য করা মাত্রই বিতর্কে জড়িয়ে পড়েন রজ্জাক। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেও কাজের কাজ কিছু হয়নি! কিছুতেই বিতর্ক থামার নাম নিচ্ছে না। এসবের মাঝেই এবার টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ঐশ্বর্যর শ্বশুরমশাই তথা বর্ষীয়ান অভিনেতা অমিতাভ।

আরও পড়ুনঃ খেলনা বাড়ি শেষ ভোলবদলে ফিরছে মিতুল, প্রকাশ্যে জি বাংলার নতুন মেগা ‘মিঠিঝোরা’র প্রথম প্রমো

Amitabh Bachchan cryptic tweet

সেই টুইটে হাত জোর করে নমস্কারের একটি ইমোজি দিয়ে ‘বিগ বি’ লেখেন, ‘কোনও ছাপা অক্ষরের থেকে এটার অর্থ অনেক বেশি’। নিজের এই পোস্টের মাধ্যমে কি রজ্জাককে একহাত নিলেন অমিতাভ? নাকি প্রাক্তন ক্রিকেটারকে তাঁর ভুলের জন্য ক্ষমা করে দিলেন বর্ষীয়ান অভিনেতা? ধন্দে পড়েছেন নেটিজেনরা।


প্রসঙ্গত, কয়েকদিন আগেই বচ্চন পরিবারের ফাটল ধরার গুঞ্জন শোনা যাচ্ছিল। অমিতাভ-জয়ার দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন না বৌমা ঐশ্বর্য। মেয়ে আরাধ্যাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। নেটপাড়ার গুঞ্জন, শাশুড়ি জয়ার সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না অভিনেত্রীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥