• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গরিব পড়ুয়াদের মুখচেয়ে ছাড়েন ১০৭ কোটির অফার! ভাইরাল খান স্যারের কাহিনী সত্যিই কুর্নিশযোগ্য

Published on:

Amitabh Bachchan is impresses with Kaun Banega Crorepati contestant Khan Sir story

হিন্দি টেলিভিশনের দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। প্রত্যেক বছর একটি সিজন শেষ হতে না হতেই পরবর্তী সিজনের অপেক্ষা শুরু করে দেন দর্শকরা। সম্প্রতি অমিতাভের (Amitabh Bachchan) শোয়ের নতুন সিজনের পথচলা শুরু হয়েছে।

সোনি টিভিতে সম্প্রচারিত এই শো টিআরপি বেশ আকাশছোঁয়া। প্রত্যেক দিন নতুন নতুন প্রতিযোগী এই ক্যুইজ বেসড রিয়্যালিটি শোয়ে খেলতে আসেন। মাঝেমধ্যে দেখা মেলে তারকাদেরও। সম্প্রতি যেমন জনপ্রিয় ইউটিউবার তথা কমেডিয়ান জাকির খান (Zakir Khan) এবং বিহারের শিক্ষক খান স্যার (Khan Sir) অমিতাভের শোয়ে উপস্থিত হয়েছিলেন। সেই পর্বেই খান স্যারের উদার মনের কাহিনী শুনিয়ে সকলকে অবাক করে দেন জাকির।

Zakir Khan and Khan sir, Zakir Khan and Khan sir in Kaun Banega Crorepati

১০৭ কোটির চাকরি ছেড়ে ২০০ টাকায় টিউশন দেন খান স্যার

অমিতাভের সঙ্গে গল্পের ছলে কথা বলতে বলতে জাকির বলেন, খান স্যারের কথা বলার ধরণ এবং ওনার মাটির মানুষ সুলভ ব্যক্তিত্ব দেখে সকলে মুগ্ধ হয়ে যান। ‘শক্ত লন্ডা’ খ্যাত কমেডিয়ানের কথায়, ‘অনেকেই হয়তো জানেন না, নিজের কোচিং ছেড়ে অন্য একটি কোচিংয়ে যোগ দেওয়ার জন্য ওনাকে প্রায় ১০৭ কোটি টাকা অফার করা হয়েছিল’। জাকিরের মুখ থেকে একথা শোনা মাত্রই অবাক হয়ে যান ‘বিগ বি’। সেই সঙ্গেই হাততালি দিতে থাকেন উপস্থিত দর্শকরা।

আরও পড়ুনঃ শীঘ্রই সাত পাকে বাঁধা পড়ছেন! হবু স্বামীকে প্রকাশ্যে এনে বিয়ের দিনক্ষণ জানালেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী

Khan Sir and Amitabh Bachchan, Khan Sir in Kaun Banega Crorepati

আরও পড়ুনঃ তীর্থ থেকে ফিরেই পাল্টি! কুলাঙ্গার ছেলেদের ছেড়ে শিমুলের প্রশংসা শাশুড়ির, চোখ জুড়োলো দর্শকদের

কেন ১০৭ কোটির চাকরির অফার ফিরিয়েছিলেন খান স্যার?

এরপর খান স্যার নিজেই জানান, কেন এত মোটা টাকার চাকরির অফার ফিরিয়েছিলেন তিনি। হাসিমুখে বিহারের এই শিক্ষক বলেন, ‘স্যার আমি নিজের কোচিংয়ে ২০০ টাকায় পড়াই। আমায় ওনারা নিয়ে চলে গেলে সেটার জন্য লাখ টাকা চার্জ করতো। গরিবদের কী হতো স্যার?’ প্রতিযোগীর এই উত্তর শুনে অমিতাভ হাততালি দিতে দিতে বলে বলেন, ‘বাঃ দারুণ!’

এখানেই অবশ্য থামেননি খান স্যার। তিনি আরও বলেন, ‘১০৭ কোটি টাকায় আমি হয়তো কিছু ঘর বানিয়ে ফেলতাম। সেই কিন্তু প্রস্তাব ফিরিয়ে আমি যে শিশুদের পড়িয়েছি, সেই জন্য আজ প্রত্যেক ভারতবাসীর মনে আমার স্থান হয়ে গিয়েছে’। বর্তমান সময়ে শিক্ষা অনেকের কাছে ব্যবসায় পরিণত হয়েছে। এমন দুনিয়ায় খান স্যারের মতো মানুষ পাওয়া যে সত্যিই দুষ্কর তা মেনে নিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥