• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীঘ্রই সাত পাকে বাঁধা পড়ছেন! হবু স্বামীকে প্রকাশ্যে এনে বিয়ের দিনক্ষণ জানালেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছেন ডালহৌসির এক পাইস হোটেলের মালকিন নন্দিনী দিদি (Nandini Didi)। ভালো নাম মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly) হলেও নেটিজেনদের মধ্যে তিনি ‘স্মার্ট দিদি’ অথবা ‘নন্দিনী দিদি’ নামেই বেশি জনপ্রিয়। বহু পুরুষের ক্রাশও মমতা। তবে এবার সকলের মন ভেঙে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

দিন কয়েক আগেই নন্দিনী একটি সুখবর দিয়েছিলেন। নেটিজেনদের প্রিয় ‘স্মার্ট দিদি’ জানিয়েছিলেন, শীঘ্রই দক্ষিণ কলকাতা এবং নিউটাউনে নিজের হোটেলের শাখা খুলতে চলেছেন তিনি। কর্মক্ষেত্রে এত বড় সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবন নিয়েও একটি বিরাট সুখবর দিলেন নন্দিনী। তিনি জানিয়েছেন, শীঘ্রই মনের মানুষের সঙ্গে গাঁটছড়া (Marriage) বাঁধতে চলেছেন।

   

Smart Didi Nandini, Nandini Didi, Nandini Didi marriage

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) নন্দিনীর একটি সাক্ষাৎকারের ভিডিও ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেখানেই নিজের হবু স্বামীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন তিনি। সেই সঙ্গেই জানান, দীর্ঘদিনের প্রেমিক রুদ্রর গলাতেই মালা দিতে চলেছেন তিনি। শুধু তাই নয়, পুজোর আগে আংটি বদলও সেরে ফেলতে পারেন দু’জনে।

বিয়ের ‘সুখবর’ দিয়ে নন্দিনী বলেন, ‘এখন না করলে আমার আর বিয়েটাই হবে না’। ‘স্মার্ট দিদি’র (Smart Didi) মতো তাঁর হবু স্বামীও হোটেলের ব্যবসার সঙ্গে জড়িত। তবে নন্দিনীর মতো খাবারের হোটেল নয়, বরং সেটি থাকার হোটেল। জানা গিয়েছে, শিমলায় হোটেল রয়েছে নন্দিনীর হবু স্বামীর। দু’জনের মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছে অনেক আগেই। এবার শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।

Nandini didi, Nandini Didi boyfriend, Nandini Didi marriage

প্রসঙ্গত, এখন ডালহৌসির অফিসপাড়ায় পাইস হোটেল চালালেও নন্দিনী আসলে পড়াশোনা করেছেন ফ্যাশান ডিজাইনিং নিয়ে। বেঙ্গালুরুতে একসময় চাকরিও করেছেন তিনি। তবে এরপর মা-বাবার সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে নিজেদের পাইস হোটেলের হাল ধরেন তিনি। প্রথম প্রথম সংগ্রাম করতে হলেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ঘুরে যায় নন্দিনীর ভাগ্যের চাকা।

এখন বাংলার পাশাপাশি বাংলাদেশ থেকেও নন্দিনীর হোটেলে লোকে খেতে আসেন। প্রায় রোজ তাঁর হোটেলে উপচে পড়ে ইউটিউবারদের ভিড়। এমনকি স্বয়ং মদন মিত্র অবধি নন্দিনী দিদির হাতের খাবার খেয়েছেন। তবে শুধু হোটেল চালানোই নয়, এখন নিজের ইউটিউব চ্যানেলে ফুড ভ্লগিং করতেও দেখা যায় তাঁকে। সেই নন্দিনী দিদির বিয়েতে যে ব্যাপক মাতামাতি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।