• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তীর্থ থেকে ফিরেই পাল্টি! কুলাঙ্গার ছেলেদের ছেড়ে শিমুলের প্রশংসা শাশুড়ির, চোখ জুড়োলো দর্শকদের

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala gives big responsibility to Shimul

আস্তে আস্তে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। শিমুল, পরাগ, মধুবালারা এখন সিরিয়ালপ্রেমী মানুষদের ভীষণ পছন্দের চরিত্র হয়ে উঠেছে। বিশেষত শিমুলের শাশুড়ি তথা মধুবালার মধ্যেকার ইতিবাচক পরিবর্তন ভীষণভাবে নজর কেড়েছে সকলের।

ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, সদ্য তীর্থ সেরে বাড়ি ফিরেছে পরাগের মা। যদিও বাড়ি এসে তার শান্তি নেই। মা বাড়িতে পা রাখার মাত্রই শিমুলের নামে একগুচ্ছ অভিযোগ করে পরাগ-পলাশ। এমনই মধুবালার (Madhubala) কাছে নিজের স্ত্রীয়ের চরিত্র নিয়েও কাঁটাছেঁড়া করে পরাগ। তবে ছেলেদের মুখে এসব কথা শোনা সত্ত্বেও শিমুলকে (Shimul) ভুল বোঝেনি তার শাশুড়ি। বরং ছেলেদের বিপক্ষে গিয়ে বৌমাকে সমর্থন করেন তিনি।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul Putul and Madhubala

শিমুলকে আপন করে নিল মধুবালা

সাম্প্রতিক পর্বে দেখতে পেয়েছেন, শিমুলের সামনেই মধুবালা স্বীকার করে নেয়, তার বৌমা খুব ভালো মেয়ে। এমনকি ছেলের বৌয়ের সঙ্গে নিজের জীবনের একাধিক কষ্টের কাহিনীও ভাগ করে নেন তিনি। আস্তে আস্তে শিমুল যে তার শাশুড়ির মনে জায়গা করে নিচ্ছে তা বেশ বুঝতে পারছেন দর্শকরা।

শিমুলের কাঁধে বিরাট দায়িত্ব তুলে দিল পরাগের মা

বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকে শিমুল নিজের সন্তানের মতো আগলে রেখেছে ননদ পুতুলকে (Putul)। হাবাগোবা বলে পরাগ-পলাশ নিজের বোনকে তেমন সম্মান না করলেও শিমুল সব সময় পুতুলের ভালোমন্দের খেয়াল রেখেছে। এমনকি শাশুড়ি যখন তীর্থে গিয়েছিল তখন পরাগ এবং পলাশ রান্নাঘরে তালা বন্ধ করে চলে যায়। সেই সময় তালা ভেঙে পুতুলের জন্য রান্না করেছিল শিমুল। কারণ সে জানে, ননদ সময় মতো ওষুধ না খেলে শরীর খারাপ হয়ে যাবে না। এসব দেখেই এবার পুতুলকে দেখাশোনার দায়িত্ব বৌমার কাছে তুলে দিল মধুবালা।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

শিমুল যোগ্য বৌমা মেনে নিল মধুবালা!

পুতুলের প্রতি শিমুলের ভালোবাসা দেখে মধুবালা বলবে, আমি চোখ বুজলে পুতুলকে দেখার জন্য তুমি আছো আমি জানি। একসময় যে শাশুড়ি শিমুলকে দু’চোখে সহ্য করতে পারতো না, আজ কোথাও গিয়ে তিনিও বুঝেছেন শিমুল কত বড় মনের মানুষ। সেই জন্য নিজের অবর্তমানে পুতুলের দায়িত্ব ছেলেদের না দিয়ে শিমুলকে দিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। দর্শকদের কথায়, শিমুল যে সত্যিই যোগ্য বৌমা তা এবার বেশ বুঝতে পারছেন মধুবালা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥