• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখের ‘জওয়ান’ ছবির নায়িকা এক বাঙালি মহিলা, রইল বঙ্গললনার নাম সহ আসল পরিচয়

Shahruk Khan Jawan movie bengali actress Sanjeeta Bhattacharya : বাঙালি শিল্পীদের কদর করছে আজ গোটা দেশ। টলিউডের (Tollywood) পাশাপাশি বলিউড (Bollywood) এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন একাধিক বাঙালি তারকা। এবার যেমন খোদ শাহরুখ খানের (Shah Rukh Khan) নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এক বঙ্গ তনয়া। ‘বাদশা’র আসন্ন ছবি ‘জওয়ান’র (Jawan) হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য (Sanjeeta Bhattacharya)

মিষ্টি দেখতে এই অভিনেত্রী আদতে প্রবাসী বাঙালি। জন্মসূত্রে বাঙালি হলেও তাঁর বেড়ে ওঠা রাজধানী দিল্লিতে। তবে বাইরে থাকলেও বাংলায় কিন্তু বেশ সড়গড় তিনি। সম্প্রতি এক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন সঞ্জীতা। সেখানেই তাঁর বিষয়ে একাধিক অজানা তথ্য উঠে এসেছে।

   

Sanjeeta Bhattacharya, Sanjeeta Bhattacharya Jawan movie actress

সঞ্জীতার বাবা কলকাতার বাসিন্দা। অপরদিকে তাঁর মা ময়মনসিংহের মেয়ে। বাড়িতে বাংলায় কথা বলেন তাঁরা। ‘জওয়ান’ অভিনেত্রী বার্কলি কলেজ অফ মিউজিক থেকে সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন। বেশ কয়েকবছর আগে সঞ্জীতার শিক্ষাপ্রতিষ্ঠানের তরফ থেকে অস্কারজয়ী এ আর রহমানকে ট্রিবিউট দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রীও।

আরও পড়ুনঃ মা-বাবার সাথে থাকা হল না সোনা-রুপার! সূর্যর ভুল ভাঙতেই মৃত্যু শয্যায় দীপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগামী ট্র্যাক

সঞ্জীতা জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি গানটাও তাঁর প্যাশান। ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত এবং বাউল গান শুনে বড় হয়েছেন তিনি। আগে প্রত্যেক বছর বাবা-মায়ের সঙ্গে শান্তিনিকেতন আসতেন তিনি। সেখানে তাঁর বাবা বাউলদের কাছে বসে গান শুনতেন, গান করতেন। অভিনেত্রী জানান, বাবার কাছ থেকে সঙ্গীতের প্রথম পাঠ নেওয়া শুরু তাঁর।

আরও পড়ুনঃ শাহরুখের দেখাদেখি ভোলবদল! ন্যাড়া মাথা সালমানকে দেখে চমকে উঠলেন ভক্তরা

Sanjeeta Bhattacharya, Sanjeeta Bhattacharya Jawan movie actress

শাহরুখের ‘জওয়ান’র ছবির এই বাঙালি নায়িকা বড়পর্দায় এর আগে কাজ না করলেও, বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘ফিলস লাইফ ইশক’, ‘দ্য ব্রোকেন নিউজ’এ তাঁকে দেখেছে দর্শকরা। অভিনেত্রী জানান, ২০২১ সালে আগস্ট মাস নাগাদ তাঁর কাছে ‘জওয়ান’ অফার আসে। ততদিনে তাঁর প্রথম ওয়েব সিরিজ রিলিজ করে গিয়েছে। এরপর তিনি অডিশন দেন। নির্বাচিত হতেই ‘জওয়ান’ টিমের অংশ হয়ে যান এই বঙ্গ তনয়া।

Sanjeeta Bhattacharya, Sanjeeta Bhattacharya Jawan movie actress

‘কিং খান’র আসন্ন সিনেমায় সঞ্জীতা ছাড়াও নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সান্যা মলহোত্রার মতো একাধিক জনপ্রিয় অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে। সঞ্জীতার কথায়, ‘জওয়ান’ নারীকেন্দ্রিক সিনেমা। এই ছবি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে বলেও আশাবাদী তিনি। এবার দেখা যাক, শাহরুখের আসন্ন সিনেমা দর্শকমনে কতখানি ছাপ ফেলতে পারে।