এই মুহূর্তে বলিউডের (Bollywood) প্রথম সারির একজন অভিনেত্রী হলেন সারা আলি খান (Sara Ali Khan)। পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন স্টারকিডও তিনি। ছোট থেকেই ফিল্মি পরিবারের মধ্যে বড় হয়ে উঠেছেন সারা। তাই ছোট থেকে তাঁর মধ্যে ছিল অভিনয় করার শখ। কিন্তু বাবা সাইফ আলি খান কখনও তাঁর সাথে সিনেমা নিয়ে আলোচনা করতেন না। বরং তিনি বরাবরই তাঁকে মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ দিতেন।
এমনকি বড় হয়ে যে সারাকে অভিনেত্রীই হতে হবে সেব্যাপারেও তার ওপর কোনো চাপ তৈরি করা হয়নি। অভিনয় জগতে আসার আগে বেশ অনেকটাই ওজন বেশি ছিল সারার। প্রায় ১০০ কিলো ওজন ঝরিয়ে এখন একেবারে ছিপছিপে চেহারা সারার। তবে অভিনয়ে আসার আগে মা অমৃতা সিং-এর সাথে ‘হ্যালো’ ম্যাগাজিনের জন্য একটি ফটোশুট করেছিলেন সারা। তারপরেই একের পর এক অভিনয় করার প্রস্তাব আসতে শুরু করে সাইফ কন্যার কাছে।
বলিউডে সুশান্ত সিং রাজপুতের সাথে ‘কেদারনাথ’ সিনেমার হাত ধরে হাতেখড়ি হয়েছিল তাঁর। তবে সিনেমায় ডেবিউ করার অনেক আগে থেকেই অভিনয় করতেন সারা। স্কুলের সমস্ত নাটকে প্রধান চরিত্রেই অভিনয় করতেন তিনি। মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করতেন সারা। তারপর উচ্চশিক্ষার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছিলেন সারা।
আরও পড়ুনঃ ‘যেখানে প্রয়োজন নেই সেখান থেকে সরে আসি’, সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শিমুলের শাশুড়ি
তবে স্কুলে পড়ার সময় কিন্তু বেশ দুষ্টুমি করতেন এই বলিউড অভিনেত্রী। একবার এক সাক্ষাৎকারে এই দুষ্টুমির কথা জানিয়েই সারা বলেছিলেন ছোটবেলায় স্কুলে ক্লাসরুমে পাখার ওপরে তিনি ফেভিকলের বোতল রেখে দিয়েছিলেন। যা পাখার ব্লেডে লেগে ছিটকে পড়ে গিয়েছিল চারিদিকে।
আরও পড়ুনঃ দিদির থেকে বেশি সুন্দরী! বলিউড এই ৭ অভিনেত্রীর বোনকে দেখলে চোখ ফেরাতে পারবেন না গ্যারান্টি
এই খবর স্কুলের প্রিন্সিপালের কানে পৌঁছাতেই তাকে ভীষণ বকুনি দিয়েছিলেন প্রিন্সিপাল। এমনকি স্কুল থেকে তাকে প্রায় সাসপেন্ড করার কথাও উঠেছিল। কিন্তু একটুর জন্য সেসময় সাসপেন্ড হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই দিন তিনি প্রিন্সিপাল ম্যামকে কথা দিয়েছিলে ভবিষ্যতে আর কোনদিন এই ধরনের দুষ্টুমি করবেন না।
প্রসঙ্গত বলিউডের জনপ্রিয় স্টারকিডদের মধ্যে সারা আলি এই মুহূর্তে দারুন জনপ্রিয়। বলিউডেও বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় এই অভিনেত্রী। অবসর সময়ে বিভিন্ন আধ্যাত্মিক স্থানগুলিতে ঘুরতে ভালোবাসেন সারা।