• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে সেরা শ্বাশুড়ি-বৌমা জুটি! বাস্তবে সম্পর্ক কেমন? মুখ খুললেন পর্দার বিজয়া মাঠান

Published on:

All you need to know about Sandhyatara fame Bijoya Mathan actress Jhulan Bhattcharya

দেখতে দেখতে ১০০ পর্ব পার করে ফেলেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (bengali Serial) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই ধারাবাহিকের নায়িকা সন্ধ্যার শ্বাশুড়ি বিজয়া মাঠানের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঝুলন ভট্টাচার্য (Jhulan Bhattacharya)। বাংলা টেলিভিশনের পর্দার এটাই তার প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়াল থেকেই তিনি পেয়ে গিয়েছেন ‘সেরা শ্বাশুড়ি’র তকমা। দর্শকরা বলে থাকেন তিনি মায়ের মতোই ভালো।

তাঁর সাবলীল অভিনয় ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দায় মা হোক কিংবা শ্বাশুড়ি সবেতেই তিনি দশে দশ। তবে জীবনে পর্দার বিজয়া মাঠান নিজে মা হিসাবে কেমন? তা জানতেই সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল টলি টাইমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। এদিন অভিনেত্রীর কথাতেই জানা যায় বহরমপুরের বাড়িতে তাঁর একটি মেয়ে আছে। সে এখন ক্লাস টুয়েলভে পড়ে। পর্দার মতোই বাস্তবেও নাকি কখনও তিনি ভীষণ কঠোর আবার কখনও ভীষণ নরম।

Positive mother in law's of bengali serial

প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল হলেও মাত্র ৬ বছর বয়স থেকেই পাড়ার মঞ্চ নাটকের হাত ধরেই কিন্তু অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। সেই থেকেই ধীরে ধীরে থিয়েটারই হয়ে ওঠে তাঁর জীবনের অন্যতম ‘কমফোর্ট জোন’। ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন অনির্বান ভট্টাচার্য পরিচালিত জনপ্রিয় বাংলা সিনেমা ‘বল্লভপুরের রূপকথা’য়।

আরও পড়ুন: কাউন্টডাউন প্রায় শেষ, বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল? শ্বেতার ছবি শেয়ার করে দিলেন বড় আপডেট

যদিও এই সিনেমাটাও তাঁর ডেবিউ সিনেমা ছিল। আর ছোট পর্দায় বিজয়া মাঠানের চরিত্রে তাঁর  অনবদ্য অভিনয় প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে যে তিনি একজন জাত অভিনেত্রী। যার জন্য দর্শকরাও তাঁকে ভালোবাসা দিচ্ছেন দু’হাত ভরে। তাই এদিন দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি অভিনেত্রী। বলেছেন প্রসঙ্গত এটাই অভিনেত্রীর প্রথম বাংলা সিরিয়াল হলেও অনেক আগে থেকেই তিনি সিরিয়ালে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন।

আরও পড়ুন: বাংলা সিনেমার মন্দাকিনী নাকি শ্রীলেখা! পাহাড়ি ঝরনার নীচে ভিজে গায়ে জলকেলিতে ব্যস্ত নায়িকা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,বিজয়া মাঠান,Bijoya Mathan,ঝুলন ভট্টাচার্য,Jhulan Bhattacharya,অজানা কথা,Unknown Fact

কিন্তু খানিকটা ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত প্রস্তাব থেকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এদিন অভিনেত্রী বলেছেন ‘সত্যি বলতে আমি কোনোদিন ক্যামেরার সামনে আসতে চাইনি। সারাক্ষণ  পালিয়ে বেড়িয়েছি।’  তার কারণ জানিয়ে অভিনেত্রী বলেছেন ওই মঞ্চ, আর অসংখ্য মানুষের কালো কালো মাথা, ওই মাদকতা তিনি কখনও ছাড়তে পারেননি। তাই দেরিতে সিরিয়ালের জগতে আসার জন্য এখন খানিকটা হলেও আফসোস হয় অভিনেত্রীর।

প্রসঙ্গত সিরিয়ালে সন্ধ্যা আর বিজয়া মাঠানের সম্পর্ক একেবারে বন্ধুর মতো। তাই বাংলা সিরিয়ালের জগতে তারা হলেন সেরা শ্বাশুড়ি বৌমার জুটি। কিন্তু বাস্তবে সন্ধ্যা অভিনেত্রী অন্বেষার সম্পর্ক কেমন? এপ্রসঙ্গে এদিন অভিনেত্রী অন্বেষার অভিনয়ের দারুন প্রশংসা করে বলেছেন ‘অন্বেষা শুধু মন থেকে নয় নিজের মাথা থেকেও অভনয়টা করে।’ এছাড়া এদিন তিনি জানান সিরিয়ালের সেটাও তাঁকে অন্বেষা মা বলেই ডাকেন। এমনকি তাঁর ফোনে মা বলেই তার নাম্বার সেভ করে রেখেছেন।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥