• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্ড্রাস্ট্রিতে ১৬ বছর কাটিয়েও কোনো বন্ধু নেই! আক্ষেপের সুর ‘পুতুল’ শ্রীতমার গলায়

Updated on:

All you need to know about Kar Kache Koi Moner Kotha serial Putul actress Sritama Bhattacharjee

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। তাঁকে এখন জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha ) সিরিয়ালে পুতুল (Putul) চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শক। এই ধারাবাহিকের বিশেষ চাহিদা সম্পন্ন পুতুল চরিত্রটি দারুন চ্যালেঞ্জিং। প্রসঙ্গত বাংলা সিনেমা থেকে সিরিয়াল বিভিন্ন মাধ্যমে এই ধরনের চরিত্র নিয়ে ইতিপূর্বে বহু কাজ হয়েছে।

তাই অভিনেত্রীর কাছে চরিত্রটিকে নিজের মতো করে ফুটিয়ে তোলা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। যার ফলে শুরুর দিকে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে নকল করার অভিযোগও উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে।  যদিও এখন সমস্ত জল্পনা অতীত। দরহকরাও মেনে নিয়েছেন এই পুতুল চরিত্রের জন্য শ্রীতমাই একমাত্র উপযুক্ত। আসলে তিনি নিজেই তাঁর  নিখাদ অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,পুতুল,Putul,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,অজানা কথা,Unknown Fact

যদিও এই চরিত্রে অভিনয় করাটা শুরু থেকে অতটাও সহজ ছিল না শ্রীতমার কাছে। দীর্ঘদিনের অভিনয় জীবনে শ্রীতমাকে  পর্দায় কখনও খলনায়িকা আবার কখনো ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন এই পুতুল চরিত্রে প্রথমবার অভিনয় করেছেন তিনি। তবে শুরুতেই তিনি ‘পারমিতার একদিন’ সিনেমায় সোহিনি সেনগুপ্তের অভিনয় দেখে ঠিক করে নিয়েছিলেন এই চরিত্রের জন্য তিনি পূর্ববর্তী কাউকে অনুসরণ করবেন না।

আরও পড়ুনঃ একসময় চুমু খেয়েছিলেন! রাহুল-প্রিয়াঙ্কার সংসার জোড়া লাগায় এবার মুখ খুললেন রুকমা

এক্ষেত্রে শ্রীতমা তাঁর মাসতুতো ভাইকেই মনে করে এগিয়েছেন। যাকে তিনি দীর্ঘ ১৮ বছর ধরে নিজের চোখের সামনেই  বড় হতে দেখেছেন। তার প্রতিটি অনুভূতি নখদর্পনে রয়েছে পর্দার পুতুলের। অভিনেত্রীর কথায় ‘সেটা পর্দার কোন অভিনেতার কিছুক্ষণের কাজ দেখে শেখা সম্ভব নয়’। প্রসঙ্গত শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করলেও দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় ১৬ বছর কাটিয়ে ফেলেছেন শ্রীতমা।

আরও পড়ুনঃ আমার অনুপ্রেরণা, ঐন্দ্রিলার সঙ্গে অদেখা ছবি শেয়ার করে আবেগঘন ‘রাঙা বউ’ শ্রুতি

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,পুতুল,Putul,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,অজানা কথা,Unknown Fact

কিন্তু এত বছর কাজ করেও ইন্ডাস্ট্রিতে শ্রীতমার কোন বন্ধু নেই। কারণ জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেছেন ‘যাদের সঙ্গে কাজ করি তারা আমার ভাই, বোন, দাদা,দিদি বা আন্টি। সকলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। বন্ধুত্ব শব্দটার ব্যাপ্তি  অনেক। ইন্ডাস্ট্রিতে সেরকম কেউ নেই. আমার বন্ধু সার্কেল এতটাই মজবুত যে কখনো ইন্ডাস্ট্রিতে আলাদা করে নতুন বন্ধু তৈরির ইচ্ছেই হয়নি। ‘

ইন্ডাস্ট্রিতে কার এতদিন কাজ করার সুবাদে ভালো খারাপ দুই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শ্রীতমা। কিন্তু খারাপ অভিজ্ঞতা তিনি মনে  না রেখে ওখান থেকে শিক্ষা নিয়েই ভালো টুকুই নিজের সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি শ্রীতমা রান্না করতেও দারুণ ভালবাসেন। এছাড়া কামারহাটির এর পুরোমাতা তিনি। তাই অভিনয়ের পাশাপাশি জনসেবার কাজটাও তিনি বেশ মন দিয়েই করেন। তবে এদিন অভিনেত্রী জানালেন অভিনয়,দলীয় কর্মসূচি, ওয়ার্ডের সমস্ত দায়িত্ব পালন করে এবার তিনি জীবনে থিতু হতে চান। তাই তাঁর ইচ্ছা আছে নিজেকে গুছিয়ে নিয়ে আর কিছুদিনের মধ্যেই বিয়েটা সেরে ফেলবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥