• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার অনুপ্রেরণা, ঐন্দ্রিলার সঙ্গে অদেখা ছবি শেয়ার করে আবেগঘন ‘রাঙা বউ’ শ্রুতি

Published on:

Ranga Bou actress Shruti Das calls Aindrila Sharma her inspiration

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন শ্রুতি দাস (Shruti Das)। জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে কেরিয়ার শুরু হয় তাঁর। এরপর ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এখন ‘রাঙা বউ’ (Ranga Bou) ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিতে ফেলেছেন পাঁচ বছর। এই পাঁচ বছরে বহু ওঠাপড়ার সম্মুখীন হয়েছেন নায়িকা। তবে কখনও হার মানেনি তিনি।

অসম্ভব প্রতিভাময়ী হওয়া সত্ত্বেও শ্রুতিকে বহুবার প্রত্যাখান সহ্য করতে হয়েছে। মাঝখানে বেশ কিছুটা সময় কাজ করেননি তিনি। তখন বেশ কিছু অডিশন দিয়েছিলেন অভিনেত্রী। তখনও হার না মানার কথাই শোনা গিয়েছিল শ্রুতির গলায়। কাজ না পাওয়ার পরেও হাল না ছাড়ার এই অনুপ্রেরণা (Inspiration) কে জোগায় শ্রুতিকে? সম্প্রতি অভিনেত্রী নিজেই জানালেন সেকথা।

Shruti Das and Aindrila Sharma, Shruti Das inspiration

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) সঙ্গে একটি ছবি শেয়ার করেন ‘রাঙা বউ’ নায়িকা। দু’জনের মুখেই দেখা যাচ্ছে একগাল হাসি। টেলি দুনিয়ার এই দুই নায়িকা ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন তেমনটা নয়। তবে ঐন্দ্রিলার যাত্রা এখনও শ্রুতিকে শক্তি জোগায়। সেই জন্যই যখনই কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখনই ‘জিয়ন কাঠি’ নায়িকার কথা মনে পড়ে যায় তাঁর।

আরও পড়ুনঃ দেশি বর চলবে না! বিয়ের জন্য কেমন পাত্র চাই? মনের গোপন ইচ্ছা জানালেন ‘মহানায়িকা’ সায়ন্তিকা

ফেসবুক স্টোরিতে ঐন্দ্রিলার সঙ্গে ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, ‘হেরে গিয়েছি ভেবেও বারবার উঠে দাঁড়াই যাকে দেখে। ঐন্দ্রিলা শর্মা আমার আদর্শ’। এই প্রসঙ্গে এক নামী সংবাদমাধ্যমের কাছেও মুখ খোলেন ‘রাঙা বউ’ অভিনেত্রী। তিনি জানান, ঐন্দ্রিলার মায়ের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ তেল না দিলে পুরস্কার পাওয়া যায় না! ৪০ বছরে কোনো জাতীয় পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ কুমার শানু

Shruti Das and Aindrila Sharma, Shruti Das inspiration

শ্রুতি বলেন, ‘ঐন্দ্রিলার যাত্রা আমায় এখনও শক্তি জোগায়। অনুপ্রেরণা দেয়। এখনও আমি ক্কিমা মানে ঐন্দ্রিলার মায়ের সঙ্গে কথা বলি। আমার বাড়িতে যখনই কোনও সমস্যা হয়, বা কিছু ঘটে তখনই ওঁর কথা মনে পড়তে থাকে। ও আমার অনুপ্রেরণা। কাকিমা তো অনেকবার আমায় ওনাদের বাড়িতেও যেতে বলেছেন’। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘রাঙা বউ’র কাজ নিয়ে বেজায় ব্যস্ত শ্রুতি। সদ্যই আবার প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী। আপাতত তাঁদের সামাজিক বিয়ে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥