• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় চুমু খেয়েছিলেন! রাহুল-প্রিয়াঙ্কার সংসার জোড়া লাগায় এবার মুখ খুললেন রুকমা

ভাঙা প্রেম জোড়া লাগায় যে খুশি রয়েছে তা ভাষায় বয়ান করা সম্ভব নয়। সম্প্রতি যেমন এই আনন্দ অনুভব করেছেন টলিপাড়ার (Tollywood) তারকাজুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। একসঙ্গে অভিনয় করতে গিয়ে মন দেওয়া নেওয়া হয়েছিল দুই তারকার। এরপর সেই সম্পর্ক গড়ায় ছাদনাতলা অবধি। কিন্তু কয়েকবছর চুটিয়ে সংসার করার পর আচমকাই বিচ্ছেদের (Divorce) পথে হাঁটেন রাহুল-প্রিয়াঙ্কা।

‘চিরদিনই তুমি যে আমার’ জুটির সংসার ভাঙার খবরে অনুরাগীদেরও মন খারাপ হয়ে গিয়েছিল। অনেকে ধরেই নিয়েছিলেন, তাঁদের ডিভোর্সটা হয়ে যাবে। কিন্তু তেমনটা হল না। লকডাউনের মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কের জট খুলতে শুরু করে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা-সহজের সঙ্গে ছবি শেয়ার করতে শুরু করেন রাহুল।

   

Rahul Arunoday Banerjee Priyanka Sarkar

তখনই অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি মনোমালিন্য মিটিয়ে ফের কাছাকাছি আসছেন দু’জনে? অবশেষে সম্প্রতি অভিনেতা নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সকলকে সুখবর শুনিয়ে দেন। স্বামী-স্ত্রী হিসেবে ফের নতুন করে সংসার পাতছেন রাহুল-প্রিয়াঙ্কা।

তবে বিচ্ছেদের সময়টায় একাধিক তারকার সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। রাহুলের চর্চিত প্রেমিকা হিসেবে উঠে এসেছিল টেলি অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Ray) নাম। অভিনেত্রীর গালে রাহুলের চুমু খাওয়ার ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে দু’জন বরাবর এক কথাই বলেছেন, তাঁরা স্রেফ ভালো বন্ধু।

Rooqma Ray and Rahul Banerjee, Rooqma Ray on Rahul Banerjee Priyanka Sarkar relationship

সম্প্রতি সেই রুকমাই রাহুল-প্রিয়াঙ্কার নতুন করে সংসার পাতার খবরে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। এক নামী সংবাদমাধ্যমের কাছে ‘রূপসাগরে মনের মানুষ’ নায়িকা বলেন, ‘রাহুলদা এবং প্রিয়াঙ্কার যখন প্রথম কথা হচ্ছে, আমি তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দ তো হবেই। আমি রাহুলদার পাশে সব সময় আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওঁরা দু’জন সব সময় ভালো থাকুক। আমি সত্যি খুব খুশি’।