• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাপ্পি লাহিড়ীকে অপমান! সবার সামনে বঙ্গ তনয়কে যাচ্ছেতাইভাবে অপমান করেছিলেন রাজ কুমার

Published on:

When Bollywood actor Raaj Kumar insulted Bappi Lahiri

When Bollywood actor Raaj Kumar insulted Bappi Lahiri: বলিউডের (Bollywood) স্বনামধন্য অভিনেতা রাজ কুমার (Raaj Kumar) দর্শকমহলে ‘রগচটা’ বলে বেশ বিখ্যাত। অমিতাভ বচ্চন যদি পর্দায় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হন, তাহলে রাজ কুমার বাস্তবের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ছিলেন। নিজের ঈশারায় সবাইকে নাচাতেন তিনি। সেই সঙ্গেই মানুষকে ‘অপমান’ করতেও সিদ্ধহস্ত ছিলেন। তাঁর কাছে কত তারকা যে অপমানিত হয়েছেন তা গুনে শেষ করা যাবে না। একবার যেমন কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ীকে (Bappi Lahiri) অবধি অপমান (Insult) করেছিলেন তিনি।

সত্তর-আশির দশকে বলিউড কাঁপিয়েছিলেন যে অভিনেতারা তাঁদের মধ্যে একজন হলেন রাজ কুমার। তাঁর কথা বলার স্টাইল, হাঁটাচলা, তাকানোর স্টাইল সব কিছুই এখনও আইকনিক হয়ে রয়েছে। অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য মুম্বই পুলিশের সাব ইনস্পেক্টরের চাকরি ছেড়েছিলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও তাঁকে খালি হাতে ফেরায়নি। যশ, অর্থ, খ্যাতি সব কিছু দিয়েছে তাঁকে।

Raaj Kumar, Raaj Kumar insulted Bappi Lahiri

রাজ কুমার এমন একজন অভিনেতা ছিলেন যার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন প্রচুর চলচ্চিত্র নির্মাতা। তবে সবার সঙ্গে কাজ করতেন না তিনি। পরিচালক প্রকাশ মেহরা যেমন ‘জঞ্জির’ ছবির অফার নিয়ে রাজ কুমারের কাছে গিয়েছিলেন। কিন্তু পরিচালক ঢোকা মাত্রই অভিনেতা নিজের নাক চেপে ধরেন। বলেন, প্রকাশের শরীরের থেকে তেলের বিশ্রী গন্ধ আসছে। তাঁর সঙ্গে সিনেমা করা তো দূর, ১ মিনিট কথাও বলতে পারবেন না তিনি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসেন প্রকাশ।

টেলিভিশনের আইকনিক ‘রামায়ণ’ নির্মাতা রামানন্দ সাগরের সঙ্গে তো আরও খারাপ ব্যবহার করেছিলেন রাজ কুমার। ‘আঁখে’ ছবির অফার নিয়ে অভিনেতার কাছে গিয়েছিলেন তিনি। রামানন্দকে সরাসরি না বলেননি তিনি। এর বদলে নিজের পোষ্য কুকুরকে ডেকে পাঠিয়ে রাজ কুমার জিজ্ঞেস করেছিলেন, তুমি এই রোলটা করবে? পোষ মানা কুকুর মালিকের কথা ঘাড় নেড়েছিল। তা দেখে অভিনেতা বলেন, আমি কী, আমার কুকুরও ওই চরিত্র করতে চাইছে না!

Raaj Kumar and Bappi Lahiri, Raaj Kumar insulted Bappi Lahiri

কিংবদন্তি বাপ্পি লাহিড়ীর গয়না নিয়েও মন্তব্য করতে ছাড়েননি রাজ কুমার। একবার গায়ককে দেখে তিনি বলেছিলেন, একের পর এক সুন্দর সুন্দর হার পরেছো। শুধু একটা মঙ্গল সূত্র পরাই বাকি থেকে গেল। তবে অভিনেতার কথায় মন খারাপ না করে তা হেসে উড়িয়ে দিয়েছিলেন বঙ্গ তনয়।

এছাড়াও অমিতাভ থেকে শুরু করে গোবিন্দা হয়ে সলমন খান। বি টাউনের একাধিক নামী অভিনেতার সঙ্গে রাজ কুমারের ‘কিসসা’ রয়েছে। একবার যেমন, গোবিন্দার রঙচঙে একটি শার্ট দেখে সেটির প্রশংসা করেছিলেন রাজ কুমার। গোবিন্দা তা দেখে বর্ষীয়ান অভিনেতাকে তা উপহার করে দেন। পরের দিন গোবিন্দা দেখেছিলেন, তাঁর উপহার দেওয়া শার্ট দিয়ে রুমাল বানিয়ে নাক মুছছেন রাজ কুমার!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥