• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৮০টা সিনেমা ফ্লপ করেও কাঁপিয়েছেন ‘ইন্ডাস্ট্রি’! নায়ক নয় ইনিই বাংলার আসল সুপারস্টার

Bollywood superstar who gave most Flop Movies: সিনেমাজগতে এখনকারদিনে তারকাদের হাতে বছরভর থাকে ঠাসা কাজ। তবে বলিউড (Bollywood) ইন্ডাষ্ট্রিতেই এমন অনেক তারকার রয়েছেন যাঁরা একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়ে সুপারস্টারের তকমা পেয়েছেন ঠিকই, কিন্তু একসময় ইন্ডাস্ট্রিতেই তাঁরাই এমন কিছু সিনেমায় অভিনয় করেছিলেন যা একেবারে মুখ থুবড়ে পড়েছিল বলিউডে। সেদিক দিয়ে দেখতে গেলে বলিউড ইন্ডাস্ট্রিতে ফ্লপ সিনেমায় (Flop Cinema) অভিনয় করার দিক দিয়েও রেকর্ড গড়েছেন এক জনপ্রিয় সুপারস্টার (Superstar)।

তাঁর কেরিয়ারে হিটের থেকে ফ্লপ সিনেমার রেকর্ড অনেক বেশি। কিন্তু ফ্লপ সিনেমার রেকর্ড করার পরেও ইন্ডাস্ট্রিতে আজও তিনি একজন জনপ্রিয় সুপারস্টার। বলিউডের সেই নামী  তারকা কিন্তু বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন কিম্বা কিং খান অর্থাৎ শাহরুখ খান কিংবা  সালমান খান নন। তিনি কিন্তু আসলে একজন বাঙালি অভিনেতা। যার বয়স সদ্য ছুঁয়েছে ৭৩-এর গণ্ডি।

   

MIthun Chakraborty, MIthun Chakraborty birthday, why MIthun Chakraborty does not celebrate his birthday

কিন্তু আজ আজও তিনি বলিউডের পাশাপাশি দাপিয়ে  অভিনয় করে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতেও। হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে আসলে কথা হচ্ছে বাংলার মহাগুরু তথা বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে। জানা যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই অভিনেতা জীবনে যতগুলি সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে হিটের থেকে ফ্লপের সংখ্যাই অনেক বেশী।

জানা যায় মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমাগুলির মধ্যে প্রায় ৬০ শতাংশ সিনেমাই  ডাহা ফেল করেছিল বক্স অফিসে। সংখ্যার হিসেবে তাঁর কেরিয়ারে ফ্লপ সিনেমার সংখ্যা রয়েছে মোট ১৮০ টি। তার মধ্যে ৪৭ টি সিমেমা নাকি খুব বাজেভাবে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। যেগুলি বলিউডের ‘ডিজাস্টার সিনেমা’র তকমাও পেয়েছে।

Mithun Chakraborty Salary Struggle period

দীর্ঘ দীর্ঘদিনের অভিনয় জীবনে মিঠুন অভিনয় করেছেন তিনশোটির বেশি সিনেমায়। এরমধ্যে নব্বই দশকের তাঁর সময়টা খুবই খুবই খারাপ গিয়েছে। অভিনেতার জীবনে সেসময় ভাগ্যদেবী সহায় ছিল না একেবারেই। তাই সে সময় পরপর ৩৩ টি সিনেমা ফ্লপ হয়েছিল মিঠুনের। কিন্তু তারপরেও মিঠুনকে কেন সুপারস্টার বলা হয় জানেন?

আসলে মিঠুন তাঁর জীবনে যেমন ফ্লপ সিনেমায় অভিনয় করে রেকর্ড করেছিলেন তেমনই কিন্তু তিনি উপহার দিয়েছিলেন মোট ৫০টি হিট সিনেমা। যা সংখ্যার বিচারে বলিউডে তাঁকে সর্বোচ্চ হিট প্রদানকারী অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থান এনে দিয়েছিল। তাই সর্বোচ্চ ফ্লপ সিনেমায় অভিনয় করার পরেও ইন্ডাস্ট্রি তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছিল। যার ফলে তিনি নিজেকে পরবর্তীতে প্রমাণ করেছিলেন একজন সুপারস্টার হিসাবে।