All you need to know about Ekka Dokka serial Ranjha actress Swopnanila Chakraborty: এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত লীনা গাঙ্গুলীর লেখা অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিকের দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্ঝার (Ranjha) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বপ্ননিলা চক্রবর্তী (Swopnanila Chakraborty)। এই সিরিয়ালে তিনি প্রথম এন্ট্রি নেওয়ার পরে তাঁর মুখ দেখে অনেকেই অন্যান্য অভিনেত্রীদের সাথে তার মুখের মিল খুঁজে বের করেছিলেন।
তবে অল্পদিনেই নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের। স্টার জলসার দর্শকদের কাছে রঞ্জাবতী নতুন মুখ হলেও এর আগে তিনি দু দুটি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন। যার মধ্যে অন্যতম হল ‘জয় বাবা লোকনাথ’ এবং ‘কন্যাদান’ সম্প্রতি অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রের স্ট্রাগল নিয়ে সিটি সিনেমার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী।
সেখানেই এদিন তিনি জানান জয় বাবা লোকনাথই ছিল তাঁর প্রথম সিরিয়াল। এই সিরিয়ালে মাত্র তিন মাসের জন্য একটি নেগেটিভ চরিত্র করেই দারুন প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। তারপর বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর সান বাংলার কন্যাদান সিরিয়ালে মন চরিত্রে অভিনয়ের সুযোগ পান স্বপ্ননীলা। আর বর্তমানে এক্কা দোক্কা হল তাঁর তৃতীয় কাজ। তবে অভিনয়ে আসার আগে একসময় চুটিয়ে থিয়েটার করেছেন তিনি।
প্রসঙ্গত এই অল্পদিনের কেরিয়ারে তিনি অভিনয় করে ফেলেছেন তিনটি চ্যানেলে। কিন্তু এদিন সত্যিটা স্বীকার করে নিয়ে অভিনেত্রী জানিয়েছেন সান বাংলায় যদি কোন সিরিয়াল অনেকদিনও চলে আর জনপ্রিয় চ্যানেলগুলোতে যদি কোনো সিরিয়াল কম দিনে চলে তাহলে রিয়েলস্টিক চ্যানেলগুলোর সিরিয়ালই বেশি জনপ্রিয়তা পায়।
আরও পড়ুনঃ ভেঙে যাচ্ছে সৃজন-পর্ণার জুটি, রুবেলের পা ভাঙতেই নতুন ‘বাবুউউ’ আসছে ‘নিম ফুলের মধু’তে!
কিন্তু সেইসাথে এদিন অভিনেত্রীর সংযোজন ‘তার মানে এই নয় কন্যা দানের জন্য যে আমি কম জনপ্রিয়তা পেয়েছি। এখন যখন আমি কোথাও যাই মানুষ আমাকে মন হিসেবেই চেনে। এখন মানুষ সান বাংলাকে চিনেছে, কন্যাদেনকে চিনছে। তাই মনে হয় কোনো পার্থক্য নেই। গল্প ভালো হলে যে কোন সিরিয়ালে হিট করবে’।
অভিনেত্রীর কথায় ‘শিল্পী হিসাবে প্রতিটা চ্যানেলে আমার কাছে এক’। এখনকার দিনে অনেক সিরিয়াল এই দেখা যায় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে টিআরপি বাড়াতে গল্পে অনেক পরিবর্তন আনা হয়। যার ফলে সময় বদলে যায় সিরিয়ালটির দর্শক। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘এখনকার দিনে কম্পিটিশন অনেক বেশি, তাই টিআরপির কথা ভাবতে হবেই। না হলে দু মাসেই সিরিয়াল বন্ধ হয়ে যাবে। তাই নির্মাতারা কিংবা কলাকুশলীরা চাইলেও দর্শকদের অপছন্দের জিনিস দেখাতে পারেন না।
আরও পড়ুনঃ বিদ্যাসাগরের নাতনি! ‘নিম ফুলের মধু’তে কাজের বহর দেখে কটাক্ষ নেটিজেনদের
আদতে আসানসোলের মেয়ে স্বপ্ননীলের কেরিয়ারের শুরুটা মসৃণ ছিল না একেবারেই। সেকথা জানিয়েই এদিন পর্দার রঞ্ঝা বলেছেন ‘অভিনয় জীবনের শুরুতে অনেক স্ট্রাগল করেছি। অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ছবি জমা দিয়েছি অনেক জায়গায় ঢুকতে দেয়নি এরকমও হয়েছে’। তিক্ত অভুগতার কথা জানিয়ে এদিন অভিনেত্রী বলেন একসময় অনেক ফ্রড লোকজন ৩৫ হাজার টাকার বিনিময়ে অভিনয়ের সুযোগ দিতে চেয়েছিলেন তাকে।