• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শালিমার থেকে পুচকি-সুজয়দা! এই বিজ্ঞাপনগুলি ছাড়া আজও অসম্পূর্ণ বাঙালির দুর্গাপুজো

Published on:

Durga Pujo special 7 famous bengali advertisement

Durga Pujo Advertisement : একটা সময় শারদীয়ার পুজো সংখ্যা কিংবা খবরের কাগজে জুতোর বিজ্ঞাপন গুলোই যেন আমাদের কানে কানে এসে বলে যেত ‘পুজো আসছে’। পুজোর আমেজ নিয়ে হাজির হতো রাস্তাঘাটে টানানো বিভিন্ন বিজ্ঞাপনের হোর্ডিং। সবকিছুর সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একরাশ পুরনো নস্টালজিয়া। বিশেষ করে আমাদের নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে টেলিভিশনের পর্দায়  দেখানো বিভিন্ন বিজ্ঞাপনের সাথেই জড়িয়ে রয়েছে দুর্গা পুজোর মিষ্টি গন্ধ।

প্রত্যেক বাঙালির কাছেই দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত পুজোর বিজ্ঞাপন। প্রত্যেক বছরের মতো এবছরও দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এখন থেকে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন।  হাতের কর গুনতে গুনতেই সামনের মাসেই হুরমুড়িয়ে এসে পড়বে মহালয়া। পুজোর এই আমেজে আসুন দেখে নেওয়া যাক সেরা দশটি দুর্গাপুজোর বিজ্ঞাপন।

Durga Puja

শালিমার(Shalimar): দুর্গাপুজোর আমেজ বয়ে আনা জনপ্রিয় বিজ্ঞাপন গুলির কথা বললে প্রথমেই নাম আসে শালিমারের। টিভিতে এখনও ‘এই প্রাণঢালা উৎসবে বারবার, আলো আশা ভালোবাসা মিশে একাকার’, এই পুরনো বিজ্ঞাপন দেখলেই মনে হয় পুজো এসে গিয়েছে।

থাম্বস আপ (Thumbs Up): তালিকায় রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত থাম্বস আপের জনপ্রিয় বিজ্ঞাপন। বনেদি বাড়ির পুজোর দালানে থাম্বস আপের বোতল দিয়েই দাদুর পুজোর আয়োজন করেছিল পাড়ার ছেলেমেয়েরা। এমন সুন্দর থিম দেখে সেসময় দর্শকরাও বলেছিলেন ‘এবার জমবে মজা’।

ওহ ক্যালকাটা (Oh Calcutta): দুর্গাপুজোর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া। তবে এই প্রাণের উৎসবের সময়েও যাঁরা বাড়ি ফিরতে পারেন না অর্থাৎ যাঁরা কলকাতার বাইরে থাকেন তাঁদের মন বেশি খারাপ করে। তাই প্রবাসী বাঙালিদের মায়ের হাতের রান্নার স্বাদ ফিরিয়ে দেয় একমাত্র ওহ ক্যালকাটা। দুর্গাপুজো ঘিরে তৈরী এই বিজ্ঞাপটিও দিয়েছিল সেই বার্তা।

প্যান্টালুনস (Pantaloons): সোশ্যাল তুমুল ভাইরাল সুজয় দা পুচকিকে মনে আছে নিশ্চই? মাত্র কয়েক বছর আগের কথা, সেসময় প্যান্টালুনসের এই বিজ্ঞাপনটাই ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। অনুপম রায়ের গলায় গাওয়া এই গান  মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়েছিল সকলের ।

ব্রিটানিয়া মারি গোল্ড (Britannia Marie Gold):  পুজোর কেনাকাটার আবেগ থেকে কুমারটুলি কিংবা চাঁদা তোলা থেকে প্রবাসীদের বাড়ি ফেরার আনন্দ, অথবা পুজোর দিন গোনার টুকরো মুহূর্ত দেখে পুজোর হারানো আমেজ ফিরে পেয়েছিল বাঙালি। সেসময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল  ব্রিটানিয়া মারি গোল্ডের  এই বিজ্ঞাপন।

বিগ বাজার (Big Bazaar): পুজো প্রেমের গল্প দেখিয়ে মন জয় করে নিয়েছিল  বিগ বাজারের এই বিজ্ঞাপন।সেইসাথে অনুপম রায়ের গান এনে দিয়েছিল আলাদা মাত্রা।

তানিশক (Tanishq): পুজোর আমেজ নিয়ে হাজির হয়েছিল তানিশকের বিজ্ঞাপনও। গয়নার মাধ্যমে দেবীর আবাহন যেন অন্য মাত্রা যোগ করেছিল এই বিজ্ঞাপনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥