• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জড়িয়েছেন নৈশপার্টি থেকে মদ্যপান বিতর্কে! কাজল-কন্যা কেন তাড়ানো হয়েছিল স্কুল থেকে জানেন?

বলিউড ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম হলেন অজয় দেবগণ (Ajay Devgan) এবং কাজল (Kajol)। মায়ানগরীতে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে, সেখানে একসঙ্গে ২৫ বছর কাটিয়ে দিয়েছেন এই তারকাজুটি। স্বামী, শাশুড়ি, ছেলে, মেয়েকে নিয়ে ভরা সংসার পর্দার ‘সিমরনে’র। মাঝেমধ্যে আবার এই পরিবারের কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন মিস্টার অ্যান্ড মিসেস দেবগণ।

কাজল এবং অজয় (Ajay Kajol) ছাড়াও তাঁদের পরিবারের এক সদস্যের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি হলেন তারকাজুটির কন্যা নাইসা দেবগান (Nysa Devgan)। এখনও বলিউডে পা না রাখলেও, তাঁকে নিয়ে প্রায়ই চর্চা হয় নেটপাড়ায়। পার্টি করতে পছন্দ করেন কাজল-কন্যা। একাধিকবার টলমল পায়ে নৈশ পার্টি থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার পোশাকের কারণে কটাক্ষ শুনতে হয়েছে নিসাকে।

   

Kajol and Nysa Devgan

অল্প বয়সেই যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনই জনপ্রিয়তার কারণে বিড়ম্বনার সম্মুখীনও হতে হয়েছে কাজল-কন্যাকে! এবার যেমন তাঁকে নিয়ে একটি অন্য ঝামেলার কথা সামনে এল। যা এতদিন একপ্রকার ‘ধামাচাপা’ পড়ে ছিল!

আরও পড়ুনঃ টাকার জোরে টাকেও গজিয়েছে চুল, হেয়ার এই ৫ বলি তারকার ট্রান্সপ্লান্টের আগে ও পরের ছবি চমকে দেবে

কাজল-অজয়ের মেয়ে এই মুহূর্তে সুইজারল্যান্ডে পড়াশোনা করছেন। গিলন ইনস্টিটিউট থেকে হসপিট্যালিটিতে গ্র্যাজুয়েশন করছেন তিনি। নিসা স্কুলজীবনের একটা বড় সময় সিঙ্গাপুরে কাটিয়েছেন। তবে শোনা যায়, তিনি যে স্কুলে পড়তেন সেখান থেকে তাঁকে নাকি বহিষ্কৃত করে দেওয়া হয়েছিল!

Nysa Devgan

ছোট থেকে সিঙ্গাপুরের একটি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন নিসা। তবে স্কুলজীবন শেষ করেন মুম্বইয়ের নাম করা ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে। আচমকা কেন বিদেশের স্কুল ছেড়ে দিলেন নিসা? সেই সময় খটকা লেগেছিল অনেকেরই। গুঞ্জন শোনা যায়, সিঙ্গাপুরের বিদ্যালয় থেকে নাকি বহিষ্কৃত করা হয় কাজল-কন্যাকে।

আরও পড়ুনঃ তিন সন্তানের মা হয়েও একা! আক্ষেপের সুরে একাকী জীবনের কাহিনী জানালেন শর্মিলা ঠাকুর

এরপরেই নাকি ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে ভর্তি করা হয় তাঁকে। যদিও এই গুঞ্জনের কতখানি সত্যতা আছে তা নিয়ে সংশয় আছে অনেকের মনে। প্রসঙ্গত, কাজল-অজয়ের মতো নিসাও অভিনয় জগতে পা রাখবেন কিনা তা এখনও জানা যায়নি। তবে এই মুহূর্তে চুটিয়ে নিজের জীবন উপভোগ করতে চান কাজল-কন্যা। পড়াশোনার পাশাপাশি এখন বন্ধুবান্ধবদের সঙ্গে মজা করে সময় কাটান নিসা। সোশ্যাল মিডিয়া খুললে প্রায়ই দেখা যায় সেই ঝলক।