• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রযুক্তির দৌলতে ‘বার্বি’ লুকে উত্তম-সুচিত্রা! স্বর্ণযুগের তারকাদের AI ছবি ভাইরাল নেটপাড়ায়

Uttam Kumar Suchitra Sen AI generated Photos : সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এখন ‘বার্বি’ (Barbie) আর ‘ওপেনহাইমার’ (Oppenheimer) জ্বরে কাবু। এই দুইয়ের মিশ্রণে সমাজমাধ্যম জুড়ে এখন বিশাল ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছে। প্রত্যেকে এখন নতুন কিছু করে তাক লাগাচ্ছেন। সদ্য যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) স্বর্ণযুগের তারকাদের ‘বার্বি’, ‘ওপেনহাইমার’ লুকে হাজির করেছেন এক নেটাগরিক।

ঋদ্ধিরাজ পালিত ওরফে গ্রাফিক রাজ নামের এক ব্যক্তি টলিউডের তিন কিংবদন্তি নায়ক-নায়িকাকে বার্বি-ওপেনহাইমারের চরিত্রে সাজিয়ে তুলেছেন। সেই তিন তারকা হলেন ‘মহানায়ক’ উত্তম কুমার (Uttam Kumar), ‘মহানায়িকা’ সুচিত্রা সেন (Suchitra Sen) এবং সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সুচিত্রা সেনকে বার্বি, উত্তম কুমারকে কেন (Ken) এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে ওপেনহাইমার হিসেবে কল্পনা করেছেন এই শিল্পী।

   

Suchitra Sen, Suchitra Sen as Barbie

গ্রাফিক রাজ সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে জানিয়েছেন, অ্যাডব ফটোশপের AI-র ফেস সোয়াপ প্রযুক্তি ব্যবহার করে এই ছবিগুলি বানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি এও লিখেছেন, এই ছবিগুলি তিনি মজা করে বানিয়েছেন। এগুলিকে কেউ যেন সিরিয়াসলি না নেন।

সংশ্লিষ্ট নেটিজেনের পোস্টে গোলাপি পোশাকে দেখা গিয়েছে সুচিত্রা সেনকে। সাদা চুলে সত্যিই মিষ্টি এক বার্বির মতো দেখাচ্ছে তাঁকে। ‘মহানায়ক’ও কম যান না! কেনের চরিত্রে বেশ হ্যান্ডসাম দেখতে লাগছে উত্তম কুমারকে। এইট প্যাক অ্যাবস, সাদা চুল, ডেনিম স্লিভলেস শার্টে তাঁকে একেবারে চেনা দায়!

আরও পড়ুনঃ চোখ সরানো দায়! OTT-তে আগস্টেই আসছে একঝাঁক ওয়েব সিরিজ, ঝটপট দেখে নিন তালিকা

Uttam Kumar, Uttam Kumar as Ken

অপরদিকে ওপেনহাইমারের লুকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেও চোখ ফেরানো দায়। নীল রঙের শার্ট, কালো স্যুট প্যান্ট, গলায় টাই আর মাথায় টুপি- এক ঝলক দেখে স্বর্ণযুগের এই অভিনেতাকে চেনা মুশকিল।

আরও পড়ুনঃ ফ্যাশনের নাম কলঙ্ক! বার্বি সেজে ভিডিও দিতেই উরফি জাভেদকে ধুয়ে দিল নেটপাড়া

Soumitra Chatterjee, Soumitra Chatterjee as Oppenheimer

প্রসঙ্গত, দিন কয়েক আগে অনিকেত মিত্র নামের এক ব্যক্তি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের নায়ক-নায়িকাদের ‘মহাভারত’র চরিত্র রূপে কল্পনা করেছিলেন। সেই পোস্টও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছিল। উত্তম কুমার, মাধবী মুখোপাধ্যায়, সুচিত্রা সেন সহ স্বর্ণযুগের একাধিক তারকাকে ‘মহাভারত’র চরিত্রে রূপে হাজির করেছিলেন তিনি।