• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখ সরানো দায়! OTT-তে আগস্টেই আসছে একঝাঁক ওয়েব সিরিজ, ঝটপট দেখে নিন তালিকা

Updated on:

Upcoming OTT release web series movies in August 2023

List of 6 Web Series releasing on OTT this August : যত দিন যাচ্ছে সিনেপ্রেমী মানুষদের মধ্যে ওটিটির (OTT) জনপ্রিয়তা ততই বাড়ছে। বলিউড (Bollywood) তারকারাও এখন সিনেমা ছেড়ে আস্তে আস্তে ওয়েব সিরিজের (Web Series) দিকে ঝুঁকছেন। ওয়েব প্ল্যাটফর্মগুলির এই জনপ্রিয়তার জন্যই এখন প্রায় প্রত্যেক সিনেমা প্রেক্ষাগৃহে রিলিজের কয়েকদিন পরেই এখানে রিলিজ করছে। আগস্ট (August) মাসেই যেমন ওটিটি প্ল্যাটফর্মে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ এবং সিনেমা (Movie) রিলিজ করতে চলেছে। আজকের প্রতিবেদনে আপনার জন্য সেই তালিকাই তুলে ধরা হল।

তালি (Taali)- সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন সুস্মিতা সেন। রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরি সাওয়ান্তের বায়োপিকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তালি’ সিরিজের প্রথম ঝলক। স্বাধীনতা দিবসের মরসুমে ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রচারিত হবে এই ওয়েব সিরিজ।

Taali, Taali web series, OTT release in August

মেড ইন হেভেন ২ (Made In Heaven 2)- ২০১৯ সালে রিলিজ করেছিল ‘মেড ইন হেভেন’। ভিন্ন স্বাদের এই সিরিজ দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এরপর কেটে গিয়েছে ৪ বছর। দর্শকরা এতদিন ধরে সিজন ২-এর অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ১০ আগস্ট অ্যামাজন প্রাইমে রিলিজ করবে ‘মেড ইন হেভেন ২’।

Made In Heaven 2, OTT release in August

হার্ট অফ স্টোন (Heart of Stone)- এই ছবির হাত ধরে হলিউডে পা রেখেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। টম হারপার পরিচালিত এই স্পাই থ্রিলার সিনেমায় গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। আগামী ১১ আগস্ট নেটফ্লিক্সে রিলিজ করবে এই সিনেমা।

Heart of Stone, OTT release in August

গানস অ্যান্ড গুলাবস (Guns & Gulaabs)- ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালকদ্বয় রাজ অ্যান্ড ডিকের নতুন ওয়েব সিরিজ হল ‘গানস অ্যান্ড গুলাবস’। ক্রাইম-কমেডি-থ্রিলার ঘরানার এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, দুলকির সলমন এবং আদর্শ গৌরব। আগামী ১৮ আগস্ট রিলিজ করবে এই সিরিজ।

Guns & Gulaabs, OTT release in August

কম্যান্ডো (Commando)- ‘দ্য কেরালা স্টোরি’র হাত ধরে জনপ্রিয়তা পাওয়া আদাহ শর্মার নতুন ওয়েব সিরিজ ‘কম্যান্ডো’ও এই মাসে রিলিজ করবে। আগামী ১১ আগস্য ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে এই ওয়েব সিরিজ। নায়কের চরিত্রে দেখা যাবে নবাগত অভিনেতা প্রেম পারিজাকে।

Commando, Commando web series, OTT release in August

গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি (Guardians of The Galaxy Vol. 3)- ২০১৭ সালে সিনেমা হলে রিলিজ করেছিল ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ২’। প্রায় ৬ বছরের অপেক্ষা শেষে চলতি বছর মে মাসসে প্রেক্ষাগৃহে রিলিজ করে এই ছবির তৃতীয় ভাগ।

Guardians of The Galaxy Vol. 3, OTT release in August

এবার সেই সিনেমাই ওটিটিতে রিলিজ করতে চলেছে। আগামী ২ আগস্ট থেকে ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি। ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালম ভাষাতেও এই সিনেমা দেখতে পাবেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥