• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম জমে ক্ষীর! সোনার সংসারে পুরস্কৃত কৌশাম্বী, হবু বউকে নিয়ে বিশেষ বার্তা ‘উচ্ছে বাবু’ আদৃতের

Published on:

Adrit Roy shares special post after Kaushambi Chakraborty wins an award in Sonar Sansar Award 2024

লুকোচুরির দিন শেষ! এবার খানিকটা খুল্লমখুল্লা প্রেম করছেন আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে ‘মিঠাই’ নায়কের প্রেম নিয়ে বছরখানেক ধরে চর্চা হচ্ছে। নতুন বছর পড়তেই শোনা গিয়েছিল বিয়ের গুঞ্জন। এখন সেই গুঞ্জনে খানিকটা ভাটা পড়লেও, সোশ্যাল মিডিয়ায় তারকাজুটির পিডিএ কিন্তু দিন দিন বেড়েই চলেচ্ছে!

‘মিঠাই’ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চললো। তবে ‘উচ্ছেবাবু’র জনপ্রিয়তা এখনও একই আছে। ছোটপর্দায় গগনচুম্বী সাফল্যের পর আদৃত ফের রুপোলি সফরের জন্য তৈরি হচ্ছেন। সেই সঙ্গেই নজর রেখে চলেছেন টেলিভিশনের খুঁটিনাটিতে! আর রাখবেন নাই বা কেন! আদৃত-প্রেমিকা যে এখনও ছোটপর্দাতেই কাজ করছেন। জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে দেখা যাচ্ছে কৌশাম্বীকে।

Adrit Roy and Kaushambi Chakraborty

রবিবার ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Sansar Award 2024)। তারকাখচিত সেই অনুষ্ঠানে সেরা জা বিভাগে জয়ী হয়েছেন ‘ফুলকি’র পারমিতা তথা কৌশাম্বী। প্রেমিকার সাফল্যে শুভেচ্ছা জানাতে ভোলেননি আদৃত। ট্রফি হাতে কৌশাম্বীর একটি ছবি শেয়ার করে উচ্ছেবাবু লেখেন, ‘অভিনন্দন’।

আরও পড়ুনঃ পিয়া অতীত, নামী গায়িকার সাথে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অনুপম রায়! রইল পাত্রীর নাম সহ আসল পরিচয়

আদৃতের এই সমর্থন দেখে বেজায় খুশি ভক্তরা। এমন সাপোর্টিভ পার্টনার সকলে চায়! বলছেন তাঁরা। একজন অনুরাগী যেমন লিখেছেন, ‘কৌশাম্বদি অ্যাওয়ার্ড পেয়েছে, তবে আদৃতদা বোধহয় অনেক বেশি খুশি হয়েছে’। নিমেষের মধ্যে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়ে যায় এই আদৃতের এই পোস্ট।

Adrit Roy and Kaushambi Chakraborty

প্রসঙ্গত, কৌশাম্বীর সঙ্গে প্রেমের আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। ২০২২ সালের ডিসেম্বর মাসে চার হাত এক হওয়ার কথা ছিল দু’জনের। তবে ছাদনাতলা অবধি গড়ানোর আগেই ভাঙন ধরে সেই সম্পর্কে। শোনা যায়, কৌশাম্বীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই চিড় ধরেছিল আদৃত-সুপ্রিয়ার রিলেশনে।

আরও পড়ুনঃ বরের সঙ্গে করার সুযোগ হয়নি! বিয়ের পর মাকে নিয়েই এই কাজ করলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী

সুপ্রিয়ার সঙ্গে ব্রেক আপের পর থেকে আদৃত-কৌশাম্বীর (Adrit Kaushambi) প্রেমের খবর মাথাচাড়া দিতে শুরু করে। প্রথম প্রথম মুখে কুলুপ এঁটে রাখলেও, এখন একপ্রকার নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন টলিপাড়ার এই চর্চিত জুটি। আদৃতের কর্মজীবনের কথা বলা হলে, অভিনেতা এই মুহূর্তে নিজের কামব্যাক সিনেমার কাজে ব্যস্ত, অন্যদিকে কৌশাম্বীর সময় কাটছে ‘ফুলকি’র সেটে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥