• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে ভালোবাসার মানুষের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সায়ন্তনী, ভাইরাল আইবুড়ো ভাতের ছবি

চারিদিকে বিয়ের মরসুম। একের পর এক বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন সকল তারকা জুটি। শুরুটা করেছিল গৌরব ও দেবলীনা, তারপর একে একে সৌরভ তরিতা, নীল-তৃনা থেকে শুরু করে অবশেষে এবার পালা অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্তর (Sayantani Sengupta)। তবে, অনেকের কাছেই এই নামটা অপরিচিত। তাঁর নামের থেকেই তাঁর মুখ চেনা হিসেবে জনপ্রিয়তা বেশি। অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের (Indranil Mallick) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই অভিনেত্রী।

Sayantani Sengupta  সায়ন্তনী সেনগুপ্ত

   

আপাতত সায়ন্তনীকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “কি করে বলবো তোমায়” এ কর্ণর কাকিমনির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ইন্দ্রজিৎ ও সায়ন্তনী দুজনেই সিরিয়ালের খুব জনপ্রিয় দুটি মুখ। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে সাত পাকে বাঁধা পরতে চলেছে এই জুটি।

Sayantani Sengupta সায়ন্তনী সেনগুপ্ত

তবে, এর আগে অভিনেত্রী প্রেরনা ভট্টাচার্যর সঙ্গে একবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল ইন্দ্রজিৎ। কিন্তু সেই বিয়ের সম্পর্ক বেশিদিন টেকেনি। আর তারপর এবার সায়ন্তনীর সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চলেছেন অভিনেতা।

Sayantani Sengupta সায়ন্তনী সেনগুপ্ত

তবে, সায়ন্তনীর এটা প্রথম বিয়ে। আর বিয়ের আগে ব্যাচেলর পার্টি থেকে শুরু করে আইবুড়ো ভাত সবই জমিয়ে সারছেন অভিনেত্রী। সম্প্রতি বান্ধবীদের নিয়ে আইবুড়ো ভাতে পঞ্চবাঞ্জন সাজিয়ে খেতে দেখা গেল অভিনেত্রীকে। আর সেই ছবিই ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেত্রী।

Sayantani Sengupta সায়ন্তনী সেনগুপ্ত

মাটির থালা, গ্লাস ও বাটিয়ে রকমারি পদে আইবুড়ো ভাত খেলেন তিনি। অভিনেত্রীর আইবুড়ো ভাতে তাঁর সঙ্গে দেখা গেল আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীকে। সম্প্রতি তাঁর পোস্ট করা আইবুড়ো ভাতের ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।