• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষরক্ষা হল না! প্রয়াত CID খ্যাত এই জনপ্রিয় অভিনেতা, খবর শুনেই মন খারাপ ভক্তদের

Published on:

CID Inspector Freddy AKA Dinesh Phadnis passed away at the age of 57

নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ‘সিআইডি’ (CID) একটা ইমোশন। রহস্য-রোমাঞ্চে ভরা এই শো ভীষণ পছন্দ ছিল সকলের। কীভাবে সিআইডি অফিসাররা নানান ধরণের জটিল কেস সমাধান করছে তা দেখার জন্য মুখিয়ে থাকতেন প্রত্যেকে। সম্প্রতি এই শো খ্যাত এক জনপ্রিয় অভিনেতাই না ফেরার দেশে পাড়ি দিলেন।

‘সিআইডি’ প্রেমীদের কাছে এসিপি প্রদ্যুম্ন, অভিজিৎ, দয়া অত্যন্ত পরিচিত নাম। একই রকমভাবে ফ্রেডি, পূরবী, ডক্টর সালুখেদেরও ভুলতে পারেননি তাঁরা। সম্প্রতি সেই ইনস্পেক্টর ফ্রেডি (Inspector Freddy) তথা অভিনেতা দীনেশ ফডনিশ (Dinesh Phadnis) প্রয়াত হয়েছেন। মাত্র ৫৭ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা।

CID Inspector Freddy actor Dinesh Phadnis passed away

রহস্য-রোমাঞ্চে ভরা ‘সিআইডি’তে কমেডির ছোঁয়া নিয়ে এসেছিলেন দীনেশ। লোক হাসানোর গুরুদায়িত্ব মূলত ফ্রেডির কাঁধেই ছিল। স্বাভাবিকভাবেই তাঁর আকস্মিক প্রয়াণের (Passed Away) খবর পেয়ে ভেঙে পড়েছেন বহু ভক্ত। অনেকে এখনও মানতেই পারছেন না, তাঁদের প্রিয় ইনস্পেক্টর ফ্রেডি আর নেই!

আরও পড়ুনঃ ভালোমানুষির নাটকে মা গলে গেলেও ধরে ফেলল শিমুল! কি করতে চলেছে পরাগ? ফাঁস তুলকালাম পর্ব

মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীনেশ (Dinesh Phadnis Death)। অভিনেতা দয়ানন্দ শেট্টি তথা ‘সিআইডি’র দয়া সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন। সহ অভিনেতার মৃত্যুর খবরে শিলমোহর দিয়ে দয়ানন্দ বলেন, ‘রাত ১২:০৮ মিনিটে দীনেশ প্রয়াত হয়েছে। ওঁর একাধিক শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। ওঁকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়’।

CID Inspector Freddy actor Dinesh Phadnis passed away

মুম্বইয়ের টুঙ্গা হাসপাতালে চিকিৎসা চলছিল দীনেশের। প্রথমে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তবে পরে দয়ানন্দই জানিয়েছিলেন এই খবর ভুয়ো। পর্দার ফ্রেডি বহুদিন ধরে লিভার জনিত সমস্যায় ভুগছিলেন। অভিনেতার লিভার বিকল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার দরুন মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার দীনেশের শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ খেলা-সঞ্চালনা তো দেখেছেন, সৌরভ গাঙ্গুলিকে গাই গাইতে শুনেছেন? দেখুন দাদার গান গাওয়ার ভিডিও

প্রসঙ্গত, ১৯৯৭ সালে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল ‘সিআইডি’র সফর। টানা ২০ বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করা এই শোয়ের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন দীনেশ। তবে ‘সিআইডি’ ছাড়াও ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘সারফারোশ’, ‘সুপার ৩০’র মতো ছবিতেও দেখা গিয়েছিল অভিনেতাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥