• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের ১০ ml রক্ত দিয়ে ‘ কাশ্মীর ফাইলস’ এর অপূর্ব পোস্টার আঁকলেন মহিলা! অনুরাগীর আবেগে হতবাক বিবেক

দীর্ঘ ৩০ বছর ভারতের এক নির্মম ইতিহাসের কাহিনি তুলে ধরে বিনোদন জগত থেকে শুরু করে রাজনৈতিক মহলে কার্যত হল্লা তুলে দিয়েছে একটি ছবি। বলাই বাহুল্য কথা বলছি বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি নিয়ে। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে চর্চার অন্ত নেই। ইতিমধ্যেই বক্স অফিসের একাধিক রেকর্ড তৈরী করে ফেলেছে এই ছবি। ছবি মুক্তির দু সপ্তাহ কেটে যাওয়ার পরেও দেশবাসীর মধ্যে উন্মাদনার শেষ নেই।

স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন। দেশের বেশ কয়েকটি রাজ্যে এই ছবি করমুক্ত টিকিটে দেখানো হয়েছে। কেবলমাত্র একটি ছবি ভারতীয় হিন্দুদের একাংশ নিজেদের অস্তিত্বের ইতিহাসের দলিল হিসেবে ‘কাশ্মীর ফাইলস’কে দেখেছেন।

   

বিবেক অগ্নিহোত্রী,কাশ্মীর ফাইলস,মঞ্জু সোনি,রক্ত,রক্ত দিয়ে আঁকা ছবি,Vivek Agnihotri,Kashmir files,blood,Manju soni

তাই এই ছবির অনুরাগীদের মানটা বুঝতেই পারছেন৷ সম্প্রতি, নিজের শরীরের ১০ মিলিলিটার রক্ত কার্যত ছবির জন্য দান করেছেন মঞ্জু সোনি নামে এক মহিলা। রক্তপরীক্ষা বা দানের জন্য যেভাবে রক্ত দেওয়া হয় সেভাবেই একটি বোতলে নিজের রক্ত জমিয়ে তিনি কাগজে ছবির পোস্টার আঁকেন।

নিজের এই কাজের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই হুলুস্থুল পড়ে যায়। এছাড়াও পোস্টটি নজরে আসে খোদ কাশ্মীর ফাইলস এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর৷ তিনি এটি রিট্যুইট করে লেখেন, ‘হে ভগবান! আমি ভাবতে পারছি না। জানি না কী বলা উচিৎ। মঞ্জুজি, আপনাকে কী ভাবে ধন্যবাদ জানাব, তা বুঝতে পারছি না।’

তবে পরিচালক এও বলেছেন, মঞ্জু দেবীর আবেগ অবশ্যই সম্মানযোগ্য, কিন্তু এধরণের কাজ সকলকে করার জন্য বিরত থাকতে বলেছেন তিনি। কারোর কারোর মতে, এর চেয়ে এই রক্ত দান করলে ভালো হত।