Girl Married Fathe in Law instead of Husband: একটা বিয়ের (Marriage) সঙ্গে লুকিয়ে থাকে হাজারটা কাহিনী। বিয়ের সময় নানান রকমের গণ্ডগোল হয়েই থাকে। কিন্তু তাই বলে বিয়ে করতে গিয়ে বর (Husband) বদল! আর সেই পাল্টে যাওয়া বর কে জানেন? তিনি হলেন বরের বাবা (Father In Law)। হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি এমনই এক আজব ঘটনা সামনে এসেছে যা শুনে চোখ কপালে উঠেছে সকলের।
অস্ট্রেলিয়া নিবাসী কিমের সঙ্গে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি এতটাই অদ্ভুত যে সচরাচর ঘটতে দেখা যায় না। কী এমন হল যে বরকে ছেড়ে শ্বশুরমশাইকে বিয়ে করতে হল সেই কনেকে (Bride)? চলুন তাহলে জেনে নেওয়া যাক পুরো ঘটনা। যা শোনার পর আপনার কাছেও অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।
এক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও শো ‘ফিটজি অ্যান্ড উইপ্পা উইথ কেট রিচি’র সঞ্চালক কিম নামের এক মহিলার থেকে ফোন পান। সেই মহিলা নিজের বিয়ের দিন ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেন। যা শুনে শুধু অবাক হওয়াই নয়, সকলে হাসতেও বাধ্য হয়েছেন।
কিম জানান, তাঁর কোর্ট ম্যারেজ হয়েছিল। তবে তা সত্ত্বেও শুধুমাত্র একটা সইয়ের জন্য তাঁর বিয়ের দিন বিশাল ঝামেলা হয়েছিল। কিম জানান, তিনি এবং তাঁর স্বামী ঠিক করেছিলেন কোর্ট ম্যারেজ করবেন। সেই জন্য দু’জন সাক্ষীর প্রয়োজন ছিল। সাক্ষী হিসেবে কিমের মা এবং তাঁর হবু শাশুড়ির আসার কথা ছিল। কিন্তু পরে তাঁর হবু শ্বশুর সাক্ষী হিসেবে আসেন। সেই হিসেবে ম্যারেজ হলে কিম, কিমের মা, কিমের হবু স্বামী এবং শ্বশুর উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কৌশাম্বীকে জোর করে ‘উচ্ছে মিষ্টি’ খাওয়াচ্ছেন সৌমিতৃষা! ফাঁস হতেই ভাইরাল গোপন ভিডিও
আরও পড়ুনঃ ‘এমা এতো বাঁকা পটল’! ছোট্ট পোশাকে শরীর বাঁকাতেই কটাক্ষের শিকার ‘পটলকুমার’ হিয়া
এরপর নিয়ম মেনে বিয়ে শুরু হয়। তারপর আদালতে কাগজের ওপর স্বাক্ষর করলে দেখা যায়, একটি বিশাল ভুল হয়েছে। যেখানে বিয়ের সাক্ষীদের সই করতে হয়, সেখানে সই না করে কিমের শ্বশুরমশাই ভুল করে স্বামীর সই করার জায়গায় স্বাক্ষর করে দেন। পাত্র সেখানে আগেই সই করে রেখেছিল, তার ওপর সই করে বসেন কিমের শ্বশুর। অর্থাৎ আইন অনুযায়ী কিম দু’জন পুরুষকে বিয়ে করেছিলেন ।
শোয়ের হোস্ট কিমের কথা শুনে আকাশ থেকে পড়েন। এরপরেই তিনি সবটা খোলসা করে বলেন। কিম জানান, আইনি কোনও কাগজে নয়, বরং তাঁর শ্বশুর-শাশুড়ি সার্টিফিকেটে সই করেছিলেন। অর্থাৎ কিমের শ্বশুরমশাই বিয়ের শংসাপুত্রে তাঁর ছেলের বউয়ের স্বামী, কিন্তু বিয়ের আইনি কাগজগুলিতে শ্বশুরের কোনও সই নেই।