• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৌশাম্বীকে জোর করে ‘উচ্ছে মিষ্টি’ খাওয়াচ্ছেন সৌমিতৃষা! ফাঁস হতেই ভাইরাল গোপন ভিডিও

Published on:

Mithai actress Soumitrisha Kundu and Kaushambi Chakraborty's funny video goes viral

টিভির পর্দায় জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)-এর সম্প্রচার শেষ হলেও দর্শকদের কাছে তার রেশ যেন কাটছে না কিছুতেই। প্রসঙ্গত মিঠাই শেষ হওয়ার পর এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরাই একে একে ফিরেছেন নতুন সিরিয়ালে (New Serial)। তালিকার রয়েছেন দিদিয়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty), বড় জামাইবাবু সৌরভ চক্রবর্তী এবং নীপা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীরা।

অন্যদিকে মিঠাই শেষ হওয়ার আগেই বিরাট সুখবর দিয়েছিলেন এই সিরিয়ালের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তাঁর প্রথম সিনেমা ‘প্রধান’-এর শুটিং। প্রসঙ্গত শুরু থেকেই মিঠাই সিরিয়াল নিয়ে যেমন দর্শকদের মধ্যে কৌতুহল ছিল তেমনই  এই সিরিয়ালের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ার পাতায় বয়ে যেত আলোচনার ঝড়।

Phulki Best Wishes Adrit Roy Kaushambi Chakraborty Mithai

যা সিরিয়াল শেষ হওয়ার পরেও রয়েছে অব্যাহত। বিশেষ করে এই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের সাথে দিদিয়া কৌশাম্বী চক্রবর্তীর সম্পর্ক মাঝে মধ্যেই জায়গা করে নিচ্ছে সংবাদ শিরোনামে। এছাড়া মাঝে এও শোনা গিয়েছিল আদৃত-কৌশাম্বীর সম্পর্কের জন্য সৌমিতৃষার সাথে তাদের সম্পর্কে তিক্ততা তৈরী হয়েছে।

এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে মিঠাইয়ের মেকআপ রুমের একটি পুরনো ভিডিও। এই ভিডিওটি হল মিঠাইয়ের কুকিং কম্পিটিশনের প্রতিযোগিতার সময়কার অফ ক্যামেরা ভিডিও। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মিঠাই রানীর বড় জা অর্থাৎ তোর্সা অভিনেত্রী তন্বী লাহা রায়।

ভিডিওতে দেখা যাচ্ছে মেকআপ রুমে সিরিয়ালের লুকেই রয়েছেই পর্দার মিঠাই,তোর্সা,আর নন্দা। পর্দার এই দুই জা-এ মিলেই জোর করে পর্দার দিদিয়া কৌশম্বীকে উচ্ছে বাবু মিষ্টি খাওয়াচ্ছেন। দুই বৌদির এই মিষ্টি অত্যাচারে একেবারে অতিষ্ঠ মোদক বাড়ির বড় মেয়ে নন্দা। যদিও সবটাই তারা করেছিলেন মজার ছলে। প্রিয় সিরিয়ালের কলাকুশলীদের এই মজার কান্ডকারখানা দেখে এদিন জিয়া নস্টাল মিঠাই ভক্তদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,কৌশাম্বী চক্রবর্তী,Kaushambi Chakraborty,উচ্ছে মিষ্টি,Ucche Mishti,ভাইরাল ভিডিও,Viral Video

সম্প্রচার শেষ হয়ে গেলেও এখনও এই শরিয়ালটিকে তাঁরা ঠিক কতটা মিস করছেন সেকথা জানিয়েছেন সকলে। প্রসঙ্গত এই ভিডিওতে দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে মিষ্টি খাবে না বলতে গিয়ে কৌশাম্বি বলছেন ‘আমি মিচ্ছে মানে  মিষ্টি খাই না’। পাশ থেকে সৌমিতৃষা বলেন, ‘আমরা বানিয়েছি খা’। তখন অভিযোগের শুরে কৌশাম্বি বলেন ‘এই জন্যই তো এতো বাজে খেতে’। সেইসাথে নেহাত রসিকতা করেই কৌশাম্বি বলেন ‘দেখেছেন একটা ভালো মেয়েকে এরা কত কষ্ট দেয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥