শীত পেরিয়ে বসন্তকাল হাজির, আসর বসন্তকাল মানেই ‘বসন্ত উৎসব’ (Basanta Utsab)। ভ্রমণপ্রেমী বাঙালি দোলের ছুটিতেও ঘুরতে যাওয়ার প্লানিং করতে ব্যস্ত। বসন্ত উৎসব দেখার সাধ থাকলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হল শান্তিনিকেতন (Shantiniketan)। কিন্তু যে হারে সেখানে ভিড় হয় অনেকেই অন্য বিকল্পও খোঁজেন। চিন্তা নেই আজ আপনাদের জন্য বসন্ত উৎসব উপভোগ করার মত এক দারুন জায়গার হদিশ নিয়ে হাজির হয়েছি।
কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় শান্তিনিকেতন বসন্ত উৎসবের জন্য জগৎ বিখ্যাত ঠিকই। কিন্তু বিগত কয়েক বছরে একাধিকবার বিতর্ক হয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে। তাছাড়া গোটা বাংলা তো বটেই বিদেশ থেকেও এই সময় প্রচুর মানুষ বসন্ত উৎসব দেখতে আসেন। যার ফলে ভ্রমণের বাজেট যেমন বেড়ে যায় তেমনি অতিরিক্ত ভিড়ের মুখে পড়তে হয় সকলকেই।
তবে এবছর আপনি যদি শান্তিনিকেতন না গিয়ে অন্য কোথাও বসন্ত উৎসবে মেতে উঠতে চান তাহলে আপনার জন্য রইল এক অনন্য সুন্দর জায়গার হদিশ। কলকাতার কাছেই পূর্ব বর্ধমানে এই জায়গাই হতে পারে দোলের প্রিয় ডেস্টিনেশন। যে জায়গার কথা বলছি সেটি হল ‘অরণ্য রিসোর্ট’ (Aranya Resort)। সবুজে ঘেরা এই রিসোর্টে শান্তিনিকেতনের মতই প্রতিবছর বসন্ত উৎসবের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ খরচ মাত্র ১২০০! দীঘা-পুরী না গিয়ে ঘুরে আসুন এই হিল স্টেশন থেকে, চির স্মরণীয় হয়ে থাকবে
দোল উপলক্ষে অরণ্য রিসোর্টে স্পেশাল প্যাকেজের ব্যবস্থাও থাকে। এবছরেও ২৫শে মার্চ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে মাত্র ৩৯০ তাকাতেই ফ্রাইড রাইস, চিলি চিকেন সহ সাত পদের আহার পেয়ে যাবেন। সকাল ৯টা থেকে শুরু হবে অনুষ্ঠান, তাই চাইলে এখনই বুকিং সেরে ফেলতে পারেন।
কিভাবে পৌঁছাবেন : আপনি যদি অরণ্য রিসোর্টে পৌঁছতে চান তাহলে প্রথমেই আপনাকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে বর্ধমান স্টেশনে। এরপর সেখান থেকে বাকি ১১ কিমির পথে গাড়ি করে পৌঁছে যেতে পারেন রিসোর্টে।
আরও পড়ুনঃ খরচ মাত্র ৫০ টাকা! জঙ্গলের মাঝে হবে ময়ূর দর্শন, রইল কলকাতার কাছেই এক সুন্দর আর্ট ভিলেজের হদিশ
কত খরচ পড়বে : অরণ্য রিসোর্টের ভাড়া ১০০০/১২০০ থেকে শুরু। সস্তায় যেমন রুম ভাড়া পেয়ে যাবেন তেমনি ৫০০-৬০০ টাকার মধ্যে ভালো খাওয়া দাওয়াও হয়ে যাবে। এছাড়া রিসোর্টে নৌকা বিহার ও বাউল গানের ব্যবস্থাও থাকবে। তবে এই অ্যাকটিভিটির জন্য আলাদা চার্জ থাকে।