• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জঙ্গলের মাঝে জলপ্রপাত, ছুটিতে মিনি নায়াগ্রা দেখতে চান? রইল কলকাতার কাছের অফবিট লোকেশনের হদিশ

ছোট হোক বা বড় ঘুরতে (Travel) যেতে সবাই ভালোবাসে। এই কারণেই একটি দিনের ছুটি বা একটু লম্বা ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে বাঙালি। যদিও ঘুরতে যাওয়ার জায়গা মানে প্রথমেই মাথায় আছে দীঘা পুরী ও দার্জিলিং এর কথা, তবে হাতের কাছেই এমন কিছু অফ বিট জায়গা রয়েছে যেগুলো অসাধারণ সুন্দর আর সেখানে টুরিস্টের ভিড়ও তুলনামূলকভাবে কম। আজ এমনই একটা সুন্দর অফবিট লোকেশনের (Offbeat Travel Destination) হদিশ রইল আপনাদের জন্য।

পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে তার মধ্যে ঝাড়গ্রাম বেশ পরিচিত। অনেকে হয়তো ইতিমধ্যে ঘুরেও এসেছেন সেখান থেকে। তবে এই ঝাড়গ্রাম এর কাছেই রয়েছে আরেকটি সুন্দর জায়গা যেটা খুব কম লোকই গিয়েছেন হয়তো। জায়গাটার নাম হল ঢাঙিকুসুম (Dhangikusum)। এক দু দিনের ছুটিতে একটু অন্যরকম এক্সপেরিয়েন্স নিতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন ঢাঙিকুসুম থেকে।

   

Dhangikusum Travel Destination near Jhargram

ঢাঙিকুসুম ঝাড়গ্রাম থেকে ৫৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখান থেকে ঝাড়খন্ড সীমান্তের দূরত্ব মাত্র ১০০ মিটার। জঙ্গলের মাঝে চলা রাস্তা সবুজ প্রকৃতি আর মাঝেমধ্যেই ছোট ছোট জলপ্রপাত। সবমিলিয়ে এক অন্যরকম ভ্রমণ অভিজ্ঞতা পেতে পারেন নিঃসন্দেহে। জলপ্রপাত থাকার কারণে অনেকেই এই জায়গাটাকে আবার ‘মিনি নায়াগ্রা’ (Mini Niagara) বলে পরিচয় দিয়ে থাকেন।

আরও পড়ুনঃ খরচ মাত্র ৫০ টাকা! জঙ্গলের মাঝে হবে ময়ূর দর্শন, রইল কলকাতার কাছেই এক সুন্দর আর্ট ভিলেজের হদিশ

আপনি যদি ঢাঙিকুসুম যেতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমে পৌঁছাতে হবে ঝাড়গ্রাম। সেখান থেকে গাড়ি ভাড়া করে বেলপাহাড়ি পেরিয়ে পৌঁছতে হবে ঢাঙিকুসুম। গাড়ি ভাড়া সেভাবে নির্দিষ্ট না থাকলেও স্টেশনে পৌঁছে দরদাম করে ভাড়া ঠিক করে নিতে পরনে। যাওয়ার পথে জঙ্গলের মাছ দিয়ে যে রাস্তা চলেছে সেখান থেকে খুব সহজেই ৫ মিনিটের একটা ট্রেক করে পৌঁছে যেতে পারেন জলপ্রপাতে।

Beautiful Waterfall of Dhangikusum

আরও পড়ুনঃ এক পলকে গায়েব সব ক্লান্তি! স্বল্প খরচে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে, রইল ঠিকানা

আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমে হয়ে থাকেন তাহলে এই জায়গা আপনার ভালো লাগতে বাধ্য। কিন্তু এবার প্রশ্ন হল পৌঁছে তো গেলেন থাকবেন কোথায়? ঢাঙিকুসুমের এই এলাকায় মূলত আদিবাসী মানুষেরাই থাকেন। তবে পর্যটকদের থাকার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের তরফ থেকে কিছু আবাসন তৈরি করা হয়েছে এছাড়া রয়েছে কিছু গেস্ট হাউস বা কটেজ। ডিসটেন্স বা কটেজ গুলিতে  ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে থাকার ব্যবস্থা হয়ে যাবে। তবে খাওয়া দেওয়ার চার্জ অতিরিক্ত।

site