‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) ধারাবাহিকে একেরপর এক ধামাকা পর্ব চলছে। পরাগকে মারার চেষ্টায় জেল খাটলেও শেষে সব সত্যি প্রমাণ হয়ে বেকসুর খেলায় পায় শিমুল (Shimul)। কিন্তু শ্বাশুড়ি ও ননদের ভালোবাসার কাছে হার মেনে পুতুলের বিয়ে পর্যন্ত বাড়িতে আসা যাওয়া করতে রাজি হয়। ইতিমধ্যেই বিয়ে মিটে গিয়েছে কিন্তু এবার নতুন মোড় নিয়েছে কাহিনী। পরাগের অ্যাকসিডেন্ট হতেই প্রাক্তন স্বামীকে বাঁচাতে মরিয়া শিমুল। এহেন আচরণ দেখে প্রতিবেশীরা তো বটেই দর্শকেরাও একপ্রকার ক্ষুদ্ধ!
পরাগের অ্যাকসিডেন্টের খবর শুনেই পুতুলের বিয়ে ছেড়ে হাসপাতালে দৌড়ে শিমুল। সেখানে নিজেকে স্ত্রীর পরিচয় দিয়ে বন্ডে সই করে চিকিৎসা শুরু হয়। এদিকে পলাশ আবার অশান্তি শুরু করে, বলে শিমুলই পরাগকে আবারও মারার চেষ্টা করছে। তবে একথা কেউই বিশ্বাস করতে রাজি নয়। মধুবালা, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পুতুলের বর তীর্থঙ্কর পর্যন্ত উল্টোপাল্টা অপবাদ দেওয়া বন্ধ করতে বলে।
এরপর পুতুলের আশীর্বাদ হয় ও সে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরী হয়। এদিকে পরাগ কবে বাড়ি ফিরতে পারবে জিজ্ঞাসা করলে শিমুল মধুবালাকে জানায় যে কয়েকদিনের মধ্যেই ফিরে যাবে কিন্তু এখুনি কাজ করতে পারবে না। এই শুনে কেঁদে ওঠে মধুবালা যে কিভাবে সংসার চলবে। তখনই আবার শ্বাশুড়ির জন্য মন গেলে যায় শিমুলের। এমতাবস্থায় জি বাংলার পক্ষ থেকে একটি প্রোমো আনা হয়েছে। যা দেখে রীতিমত আবারও ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে সিরিয়ালের প্লট।
আরও পড়ুনঃ সত্যিই অনবদ্য! ‘পুতুল’ চরিত্রে অভিনয়ের জেরে শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা
ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতাল থেকে ফিরে বিছানায় শুয়ে রয়েছে পরাগ। পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে ভিক্ষে করার কথা বলছে মধুবালা। এমন সময় পরাগের স্কুলের হেডমাস্টার বাড়ি আসতেই তার কাছে একটা চাকরি চাইতে শুরু করে শিমুল। কিন্তু প্রধান শিক্ষক জানান, চাকরি তো দিতেই পারি কিন্তু সেটা পেতে পারে পরাগের আইনি স্ত্রী। এই শুনেই মাথায় বাজ পরে শিমুলের। তবে কি পরিবারকে বাঁচাতে আবারও পরাগকেই বিয়ে করবে শিমুল?
View this post on Instagram
আরও পড়ুনঃ ভালোবেসে বিয়ে করলেও টেকেনি! প্রথমবার স্বামীর সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি
প্রোমো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শকদের থেকে। নেটিজেনদের একটা বড় অংশ বলছে, নিজের পায়েই কুড়ুল মারতে চলেছে শিমুল। আবার কারোর মতে, পরাগ মোটেই সাদাসিধে নয়। হয়তো প্ল্যান করেই এসব করেছে যাতে শিমুল আবার তাকে বিয়ে করে। তবে কি হবে সেটা আগামী দিনেই জানা যাবে। আর তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়।