• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Jioকে টেক্কা? জানুন ভাইরাল পতঞ্জলি সিমকার্ডের পিছনের আসল সত্যি

একসময় রিচার্জ না করলে আউটগোয়িং কল বন্ধ হলেও সিম দিব্যি চালু থাকত। কিন্তু বর্তমানে মোবাইল নাম্বার বাঁচিয়ে রাখতে গেলে একগাদা টাকা খরচ করতেই হবে। নূন্যতম ১৫৫ টাকার রিচার্জ করতেই হবে Jio তেও, যাতে ২৮ দিনের বৈধতা পাওয়া যায়। তবে এবার বাজার কাঁপাতে আসছে বাবা রামদেবের (Baba Ramdev) পতঞ্জলি সিম কার্ড (Patanjali Sim Card)! এমনটাই ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে।

টেলিকম বাজারে রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন তিনটি প্রাইভেট কোম্পানি ও বিএসএনএল একমাত্র সরকারি কোম্পানি রয়েছে। তবে এবার সাধারণ মানুষের সুবিধার্থে বিনাপয়সায় সিম লঞ্চ করল পতঞ্জলি? যদি তাই হয় তাহলে প্রচুর মানুষ অন্য কোম্পানি ছেড়ে পতঞ্জলি সিমকার্ড নিয়ে নেবেন এমনটাই মনে হচ্ছে।

   

Baba Ramdev Launches Patanjali Sim Card

আসলে বর্তমানে সমস্ত টেলিকম কোম্পানি নিজেদের নূন্যতম রিচার্জ প্ল্যানের দাম অনবরত বাড়িয়ে চলেছে। ফোন না করলেও নাম্বার চালু রাখতে মাসে ১৫০ টাকারও বেশি খরচ হচ্ছে। এমন সময়ে দাঁড়িয়ে পতঞ্জলি সিম কার্ডের ছবি নেটপাড়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। তবে আদৌ কি এটা হতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক আসল সত্যি।

আরও পড়ুনঃ আপনার অজান্তে স্মার্টফোনের ক্ষতি করছে স্ক্রিন গার্ড, বাতিল হবে ওয়ারেন্টিও! সতর্ক করল Xiaomi

পতঞ্জলির এমন কোনো সিম কার্ড লঞ্চ করেছে বলে জানা যায়নি। সুতরাং বোঝা যাচ্ছে প্রতারণার উদ্দেশ্যেই এমন ধরণের ছবি ভাইরাল করা হয়েছে। যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা আদায় করা যেতে পারে। পতঞ্জলি সিম কার্ডের খবরটি সম্পূর্ণ ফেক নিউজ। এই ধরণের কোনো প্রতারকের খপ্পরে মোটেই পড়বেন না।

Ramdev Launches Patanjali Sim Card

আরও পড়ুনঃ ১০০ টাকাও লাগবে না! Jioকে টেক্কা দিতে আনলিমিটেড কলিংয়ের ধামাকা প্ল্যান আনল BSNL

প্রসঙ্গত, প্রযুক্তির উন্নতির সাথে সাথে প্রতারকেরা নানা ভাবে প্রতারণার ফাঁদ পাততে শুরু করেছে। প্রতিবছর সাইবার ক্রাইম বেড়েই চলেছে। তাই এই ধরণের যে কোনো খবর দেখলে আগে তারা সত্যতা যাচাই করবেন। তবেই কোনো সিদ্ধান্ত নেবেন।

site