যতদিন যাচ্ছে ততই বাড়ছে আমাদের দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। তবে মোবাইল পরিষেবার দিক থেকে গুটিকতক টেলিকম কোম্পানিই আছে। একসময় অনেক সংস্থা থাকলেও বর্তমানে BSNL, Jio, Airtel ও VI ই রয়েছে। তবে বাজার কাঁপানো এই BSNL আনলিমিটেড প্ল্যান সম্পর্কে খুব কম লোকই জানেন।
রাষ্ট্রায়াত্ত সংস্থা হওয়া সত্ত্বেও ঠিক সময়ে 4G সার্ভিস শুরু না হওয়ায় আজ তলানিতে থেকেছে বিএসএনএল (BSNL) এর গ্রাহকের সংখ্যা। তাছাড়া Jio আসার পর বিনামূল্যে ইন্টারনেট ও আনলিমিটেড কলিং থাকায় চাপে পড়ে গিয়েছিল বাকি টেলিকম সংস্থাগুলিও। তবে এবার আর নয়, পুরোনো গ্রাহক ধরে রাখা ও নতুন গ্রাহক ধরার জন্য এক সে এক প্ল্যান আনছে BSNL।
বর্তমানে সমস্ত টেলিকম কোম্পানিগুলিই তাদের নূন্যতম বৈধতার প্ল্যানের দাম ১০০ এর উপরে তুলে দিয়েছে। এমনকি আউটগোয়িং এসএমএস এর জন্য আরও বেশি দামের রিচার্জ করতে হচ্ছে। তবে এবার মাত্র ৯৯ টাকার প্ল্যান নিয়ে বাকি টেলিকম কোম্পানিকে চ্যালেঞ্জ করতে তৈরী বিএসএনএল। তাই আপনি যদি নূন্যতম খরচে ফোন নাম্বার চালু রাখতে চান সেক্ষেত্রে BSNL আপনার জন্য সেরা অপশন হতে পারে।
BSNL ৯৯ টাকার প্ল্যান এর ফিচার্স
আপনি যদি BSNL এর ৯৯ টাকার প্ল্যান রিচার কোরান তাহলে গোটা ভারতবর্ষে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং দেওয়া হবে। আগে এই প্ল্যানে ২৮ দিনের বৈধতাই দেওয়া হত। কিন্তু এখন সেটা কমিয়ে ১৮ দিন করে দেওয়া হয়েছে। যেটা আর অন্য কোনো সিমেই নেই।
তবে বিএসএনএল এর ৯৯ টাকার প্লানে শুধুমাত্র আনলিমিটেড কলিংয়ের সুবিধাই পাওয়া যাবে। আউটগোয়িং এসএমএস থাকবে না। এসএমএস করতে হলে অন্য প্ল্যান রিচার্জ করতে হবে।