• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এলাহি বিয়ে থেকে ড্রিম হানিমুন! কাঞ্চনের সঙ্গে বিয়ের সব প্ল্যানিং ফাঁস করলেন খোদ শ্রীময়ী

হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৬ মার্চ সামাজিক বিয়ে করবেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। পরিবার-পরিজন এবং কাছের মানুষদের সাক্ষী রেখে শ্রীময়ীর সিঁথি রাঙিয়ে দেবেন অভিনেতা। তবে সম্পূর্ণ ব্যাপারটাই এতদিন শ্রীময়ীর কাছে ছিল সারপ্রাইজের মতো। ১০ ফেব্রুয়ারি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সঙ্গে ডিভোর্স হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি আইনিভাবে অভিনেত্রীকে বিয়ে করেন কাঞ্চন। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে বেশ ‘চাপে’ রয়েছেন নতুন বউ।

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে বিয়ের প্ল্যানিং (Wedding Plan) নিয়ে মুখ খোলেন শ্রীময়ী। অভিনেত্রী বলেন, বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে তাঁর চিন্তা। ‘মিস থেকে মিসেস’ হয়ে যাওয়ার ব্যাপারটা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি তিনি। বিয়েতে আত্মীয় স্বজন যারা আসবেন তাঁদের ঠিকভাবে স্বাগত জানাতে পারবেন কিনা তা নিয়ে বেশ চিন্তায় আছেন শ্রীময়ী। অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের জাঁকজমক কিংবা আতিথেয়তায় কোনও প্রকার ত্রুটি রাখবেন না তাঁরা।

   

Kanchan Mullick Sreemoyee Chattoraj got Married

শ্রীময়ী জানিয়েছেন, তাঁর ইচ্ছে ছিল শোভাবাজার রাজবাড়ির মতো কোনও বনেদি বাড়িতে তাঁর বিয়ের আসর বসুক। তবে এত কম সময়ে তা সম্ভব হচ্ছে না। সেই কারণে পার্কস্ট্রিটের একটি পাঁচতারা হোটেলে বসবে তারকাজুটির বিয়ের আসর। তাতেই সকলের সুবিধা হবে। কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan Sreemoyee) বিয়ে এবং রিসেপশন একই দিনে হবে।

আরও পড়ুনঃ কেন কাঞ্চনের প্রতি বারবার আকৃষ্ট হন হাঁটুর বয়সী মেয়েরা? ফাঁস করলেন প্রাক্তন স্ত্রী পিঙ্কি

নতুন বউ জানিয়েছেন, বিয়েতে কীভাবে সাজবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি শ্রীময়ী। তবে মুম্বই থেকে একজন ডিজাইনার আসবেন। তিনি কাঞ্চন-শ্রীময়ীর পোশাক এবং সাজগোজের দিকটা সামলাবেন। তবে জানা যাচ্ছে, বিয়ে এবং রিসেপশন যেহেতু একইদিনে, তাই পোশাকের ব্যবস্থাটাও সেভাবেই করা হবে।

Kanchan Mullick Sreemoyee Registry Marriage

টলি তারকার বিয়ে মানেই খাবারদাবারে থাকবে এলাহি আয়োজন। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের মেন্যুতে কী কী থাকছে? অভিনেত্রী বলেন, এই বিষয়টা পুরোপুরি কাঞ্চনই সামলাচ্ছে। তাঁকে কিছুই জানাননি। তবে বর-কনে দু’জনেরই বাঙালি খাবার ভীষণ পছন্দ। তাই পুরোদস্তুর বাঙালি খাবারদাবার থাকবে মেন্যুতে। শ্রীময়ী জানিয়েছেন, পাঁঠার মাংস এবং পোলাও থাকবেই। এর সঙ্গে আর কী কী ঠিক হয়েছে তা তিনি জানেন না।

আরও পড়ুনঃ ‘আবার বিয়ে করেছে?’ কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের খবর পেতেই বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা

তড়িঘড়ি বিয়ের পর হানিমুনের কী প্ল্যান কাঞ্চন-শ্রীময়ীর? নতুন বউ জানিয়েছেন, এই বিষয়টা আপাতত স্থগিত রাখতে চাইছেন তাঁরা। আপাতত তিনি সিরিয়ালের কাজে ব্যস্ত। সামনেই লোকসভা ভোট। কাঞ্চনও তখন ব্যস্ত হয়ে পড়বেন। পুজোয় যাওয়ার ইচ্ছা থাকলেও বিয়ের প্রথম বছর বাগবাজারের সিঁদুরখেলা মিস করতে চান না শ্রীময়ী। তাই কালীপুজোর সময়ই হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা।

বিয়ে করলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ, Kanchan Mullick Sreemoyee Chattoraj got Married on Valentines Day

দীর্ঘ অপেক্ষার পর কাঞ্চনকে স্বামী হিসেবে পেলেন শ্রীময়ী। তবে অভিনেত্রীর দু’টো আক্ষেপও রয়েছে। তা হল, শ্বশুর-শাশুড়ি নিয়ে সংসার করা হল না তাঁর। তবে কাঞ্চনের দাদা-বৌদি, বোন সবাই আছেন। তাঁদের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক খুব ভালো। শ্রীময়ী অবশ্য বিয়ের পর অভিনয় ছেড়ে গৃহবধূ হতে চেয়েছিলেন।

তবে কাঞ্চন তাঁকে বাধা দিয়েছেন। তিনি বলেছেন, অভিনয় জগতে নিজের দক্ষতার জোরে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে শ্রীময়ী। তাই বিয়ের পর যেন অভিনয় না ছাড়েন। শ্রীময়ী যেমন ঘরে থাকতে ভালোবাসেন, তেমনই অভিনয় করতেও ভালোবাসেন। বিয়ের পরেও তাই অভিনয়ের ভালো সুযোগ পেলে তিনি চালিয়ে যাবেন।

site