ছোটবেলায় কমবেশি আমরা প্রত্যেকেই ধাঁধা সমাধান করেছি। কার কতখানি বুদ্ধি তা এই ধাঁধা সমাধান করার ক্ষমতা দিয়ে অনেকসময় বিচার করা হতো। এখন অবশ্য ধাঁধার চল আগের মতো আর নেই। বরং সেই জায়গায় এসেছে নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। বুদ্ধিতে শান দেওয়ার জন্য এখন অনেকেই এগুলি সমাধান করেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই নানান ধরণের পোস্ট চোখে পড়ে। এর মধ্যে অন্যতম হল নানান ধরণের অপটিক্যাল ইলিউশন (Optical Ilusion)। অনেকে আবার এগুলিকে ‘চোখের ধাঁধা’ বলেও অভিহিত করেন থাকেন। আসলে এই ছবিগুলি আপাতদৃষ্টি বেশ সাধারণ দেখতে হলেও, এর মধ্যে লুকিয়ে থাকে নানান চমক। আজ এমনই আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।
আজকের প্রতিবেদনে এই অপটিক্যাল ইলিউশন আমরা তুলে ধরেছি তা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেই ছবিতে পাশাপাশি দু’টি মুরগির (Hen) কার্টুন দেখা যাচ্ছে। দু’টি ছবিতেই একটি মুরগি এবং একটি মুরগির ছানা রয়েছে। এক ঝলক দেখলে মনে হবে, দু’টি ছবি হয়তো এক। তবে আসলে এমনটা নয়।
আরও পড়ুনঃ ৯৯% লোকে ব্যর্থ হয়! জঙ্গলের ছবিতে কতগুলি মানুষের মুখ আছে? বলতে পারলেই আপনি জিনিয়াস
প্রায় ৯৯ শতাংশ এক দেখতে এই দুই ছবির মধ্যেই রয়েছে ৩টি পার্থক্য। আর সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। এর জন্য আপনার কাছে সময় রয়েছে মাত্র ১২ সেকেন্ড। ঝটপট দেখুন তো, আপনি দু’টি ছবির মধ্যে ৩টি পার্থক্য খুঁজে পান কিনা!
মনে রাখবেন, তাড়াহুড়ো করলে কিন্তু চোখের সামনে থাকা জিনিসও মিস হয়ে যেতে পারে। সেই জন্য ঠাণ্ডা মাথায় পার্থক্যগুলি খোঁজার চেষ্টা করুন। সময় শেষ! এবার উত্তর দেওয়ার পালা। আপনি কি ১২ সেকেন্ডের মধ্যে ৩টি পার্থক্য খুঁজে পেয়েছেন? উত্তর যদি ‘হ্যাঁ’ হয় তাহলে আপনাকে জানাই শুভেচ্ছা। আর যদি ‘না’ হয়, তাহলেও মন খারাপ করবেন না। কারণ আমরা দেখিয়ে দিচ্ছি দু’টি ছবির মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে।
আরও পড়ুনঃ মাথা চুলকেও খুঁজে পাওয়া দায়! ১০ সেকেন্ডে ব্যাগের মাঝে গ্রিটিং কার্ড খুঁজতে পারলে আপনি জিনিয়াস
প্রথমে একবার ধীরে সুস্থে ভালো করে ছবি দু’টি দেখুন। এবার দু’টি বড় মুরগির ডানার দিকে তাকান। দেখবেন দু’টি ডানার মধ্যে তফাৎ রয়েছে। এবার মুরগির ছানাটি যে ডিমের খোলসের মধ্যে রয়েছে সেটিকে খুঁটিয়ে দেখুন। তাহলে দেখতে পাবেন, দু’টি ডিমের খোলসের নিম্নের অংশও আলাদা এবং তৃতীয় পার্থক্যটি রয়েছে পিছনে থাকা বাড়িতে। একটি বাড়ির ছাদে চিমনি আছে এবং আরেকটিতে নেই।