সোশ্যাল মিডিয়া খুললেই এখন নানান রকমের মজার মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) চোখে পড়ে। এগুলিকে অবশ্য ‘চোখের ধাঁধা’ অথবা ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না। কারণ এগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে চোখে সামনে থাকা জিনিসও চট করে মানুষ খুঁজে পায় না। আজ আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।
এমন অনেক মানুষ আছে যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। এছাড়া মানুষের একঘেয়েমি দূর করতেও এগুলি সিদ্ধহস্ত। চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজ আপনার জন্য কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।
আজকের প্রতিবেদনে যে চোখের ধাঁধাটি তুলে ধরা হয়েছে সেটি সম্প্রতি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল (Viral) এই অপটিক্যাল ইলিউশনে একটি সবুজ ঘন জঙ্গলের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। গাছপালায় ঘেরা সেই জঙ্গলের (Jungle) মধ্যে দিয়ে ঘোড়ায় চেপে যাচ্ছেন একজন ব্যক্তি। তবে আসল টুইস্ট রয়েছে অন্য জায়গায়।
আরও পড়ুনঃ ১০০ জেনে পারে মাত্র ১ জন! ১০ সেকেন্ডে ছবিতে লুকোনো প্রজাপতি খুঁজতে পারলে ধন্য আপনার নজর
কারণ এই সবুজ জঙ্গলের ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একাধিক মানুষের মুখ (Faces)। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। ভাইরাল এই ধাঁধা সমাধান করার জন্য আপনার কাছে রয়েছে মাত্র ২৬ সেকেন্ড। এর মধ্যে আপনি সঠিক উত্তর দিতে পারলেই আদায় করে নেবেন জিনিয়াস তকমা।
আরও পড়ুনঃ পান্ডাদের ভিড়েই লুকিয়ে আছে একটি পেঙ্গুইন! দম থাকলে ৭ সেকেন্ডের মধ্যে খুঁজে দেখান তো
আপনার সময় শুরু হল এখন। প্রথমে ভালো করে ছবিটিকে একবার দেখুন। ওপর থেকে নীচ, ডানদিক থেকে বামদিক- বাদ দেবেন না কিছুই। তবে তাড়াহুড়ো করলে চলবে না। কারণ তাতে চোখের সামনে থাকা জিনিসও কিন্তু মিস হয়ে যেতে পারে। সময় শেষ! এবার উত্তর দেওয়ার পালা।
জঙ্গলের এই ছবির মধ্যে কতগুলি মানুষের মুখ আছে এবার আপনাকে বলতে হবে। আপনার উত্তর যদি ৫, ৬, ৭, ৮ কিংবা নয় হয় তাহলে বলে রাখি সেটা ভুল। সঠিক উত্তর হল ১৩। ঠাণ্ডা মাথায় ধীরেসুস্থে ছবিটিকে দেখুন তাহলেই দেখবেন প্রত্যেকটি মানুষের মুখ খুঁজে পেয়ে গিয়েছেন আপনি।