• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোজ তাকে দেখলেও চেনেন না ৯৯% লোকে! কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কোন অভিনেত্রী জানেন?

Published on:

কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী, All you need to know about Kanchan Mullick First Wife Anindita Das

পর্দার তারকাদের বাস্তব জীবন সম্পর্কে সর্বদাই আগ্রহী থাকে ভক্ত থেকে শুরু করে নেটপাড়া। বিশেষ করে ব্যক্তিগত জীবনের প্রেম থেকে রিলেশনের খবর সর্বদাই টলিপাড়ায় হট টপিক। এই যেমন সম্প্রতিকালে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick Divorce) ডিভোর্সের পর ব্যাপক চর্চায় রয়েছেন। গতমাসেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জীর (Pinky Banerjee) সাথে বিচ্ছেদের হয়েছে অভিনেতার। কিন্তু কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীকে চেনেন (Kanchan Mullick First Wife)?

এমনিতে কাঞ্চন মল্লিকের স্ত্রীর প্রসঙ্গ উঠলে সকলেই পিঙ্কি ব্যানার্জীকে ভাবেন। তবে এর আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী হলেন অনিন্দিতা দাস (Anindita Das)। পিঙ্কিকে বিয়ের আগে অনিন্দিতার সাথে সংসার করেছিলেন অভিনেতা। কিন্তু বিয়ের ৭ বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। অনিন্দিতাও পেশায় একজন টেলি অভিনেত্রী।

Kanchan Mullick First wife Anindita Das

কাঞ্চন মল্লিক এর প্রথম স্ত্রী অনিন্দিতা দাস 

বিদেশে পড়ানোর চাকরির সুযোগ থাকলেও অভিনয়কেই বেছে নিয়েছিলেন অনিন্দিতা। এরপর অভিনয়ের সূত্রেই কাঞ্চনের সাথে পরিচয়। একাধিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিন্দিতা। কালার্স বাংলায় দত্ত অ্যান্ড বৌমাতে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও কন্যাদান, রোজা, জি বাংলার গৌরী এলো এর মত সিরিয়ালেও কাজ করেছেন অনিন্দিতা।

আরও পড়ুনঃ কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স শিলমোহর দিল হাইকোর্ট, খোরপোশ কত? শুনলে মাথা ঘুরে যাবে!

কাঞ্চন-শ্রীময়ী সম্পর্কে চর্চার মাঝেই সম্প্রতি আনন্দবাজারের এক  হয়েছিলেন অনিন্দিতা। সেখানে অভিনেত্রী জানান, ‘সাড়ে ৭ বছরের দাম্পত্য ছিল। বহুদিন আগেই বিচ্ছেদ হয়ে গেছে। এই নিয়ে নতুন করে কিছুই বলতে চাই না। ওর জীবনে কি হচ্ছে দেখার জন্য পরিবার আছে, এটা ওদের বিষয়। আমি এই বিষয়ে মন্তব্য করার কেউ নই। অবশ্য, ওর থেকে যদি টাকা নিটোল তাহলে ওর যে কি অবস্থা হত সেটা আর বলছি না’।

Kanchan Mullick first wife Anindita Das

অনিন্দিতা অভিনয় জগতে রয়েছেন বিগত ১৫ বছরেরও বেশি। কিন্তু দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা ও আফসোস প্রসঙ্গে তিনি জানান, সঠিক সময়ে যে কাজটা আমার করা উচিত ছিল করিনি। ভুলটা আমারই। বিজ্ঞাপন বা ধারাবাহিকে কাজ করতে গিয়ে বহু সিনেমায় কাজের সুযোগ হারিয়েছি। তবে কৌশিক গাঙ্গুলির সিনেমায় যদি অভিনয়ের সুযোগ হয় অবশ্যই করব’।

আরও পড়ুনঃ সফল হয়নি প্রথম বিয়ে! দাম্পত্য জীবনে প্রচুর অশান্তিতে ভুগেছেন কৌশিক-লাবণী

Kanchan Mullick FIrst Wife Real Identity

এছাড়াও অভিনেত্রী আরও জানান, ‘মুম্বাই থেকে অনেকবার ডাক এসেছিল, কিন্তু আমি যায়নি। আরোপিত শয্যাদৃশ্যে অভিনয় করতে চাই না। তবে চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী দৃশ্য থাকলে সেক্ষেত্রে আপত্তি নেই। যদি তেমন সুযোগ আসে অবশ্যই মুম্বাইতেও কাজ করব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥