জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ ও নীলের গল্প হয়ে পথ চলা শুরু হলেও দিদি ময়ূরী মত্ত ছিল বোনের জীবন বিষিয়ে তুলতে। এমনকি বোনের বরকে পেতে যে সব কীর্তি করেছে তা নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সব শেষে এবার হ্যাপি এন্ডিংয়ের পালা। কারণ নিয়তির কাছে হার মেনেছে সব বাঁধা আবার এক হতে চলেছে মেঘ-নীল।
ময়ূরীর ভালোমানুষির মুখোশ খসেছে অনেক আগেই। ডিভোর্সের মামলায় ৬ মাস একসাথে থাকার নির্দেশ দিলেও নীল দিল্লি চলে যায়। এরপর দূরত্ব বাড়লেও কমেছে মনের দূরত্ত্ব। একেঅপরের প্রতি ভালোবাসা আরও বেশি করে অনুভব করেছে দুজনেই। তবে বুক ফাটলেও মুখ ফোটেনি, কেউ সমাজের ভয়ে তো কেউ আবার ঠকে যাওয়ার ভয়ে চেপে গিয়েছে মনের কথা। কিন্তু ঠাম্মি মোটেই হাল ছাড়তে রাজি নন।
মেঘ ও নীল দুজনের অজান্তেই বাড়ির সকলের সাথে হাত মিলিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। এমনকি নষ্টের গোড়া ময়ুরীকেও দূরে পাঠিয়ে সুষ্ঠভাবে সমস্ত আয়োজন সেরে বিয়ের আসরে হাজির করা হয়েছে মেঘ-নীল জুটিকে। এরপর বহু কষ্টে আসল সত্যি গোপন করে ছাদনা তলায় হাজির করা হয়েছে দুজনকে।
আরও পড়ুনঃ শিমুলের জীবনে নতুন ভিলেন! প্রতীক্ষাকে জেল থেকে ছাড়ালো রূপরেখা, ফাঁস ‘ধুমতানা নানা’ পর্ব
বিয়ের রীতি মেনে শুভদৃষ্টির পালা শুরু হয়। কিন্তু শেষে একদিকে যেমন মেঘ চোখের সামনে থেকে পান পাতা সরাতে পারছে না। তেমনি নীলও মেঘের কথা ভেবে চোখ তুলতে পারছে না। অবশেষে যখন একেঅপরের চোখে চোখ পড়ল তখন দুজনেই হতবাক। দুজনেরই মুখে একটাই শব্দ, ‘তুমি’? অবশ্য ততক্ষণ যুদ্ধ জয়ের হাসি হেসেছে দুই পরিবার।
একেঅপরকে দেখার পর সব ভালোভাবেই মিটে যাবে এমনটা ভেবেছিল সকলে। কিন্তু শুভদৃষ্টির পরেই আপত্তির সুর তুলতে শুরু করেছে মেঘ ও নীল উভয়ই। কেন তাদের অন্ধকারে রেখে এমন ছেলেমানুষি করেছে বাড়ির লোকেরা? তবে সব দেখেও ঠাম্মি কিন্তু বিচলিত হয়। তার মতে, ‘কালবৈশাখী ঝড়ের পর আকাশ ভেঙে বৃষ্টি হোক’। এরপর অনেক মন কষাকষি চলে। তবে শেষে ঠাম্মি দুজনকে ডেকে বলে আমি কিছু বলার আগে আমার একটা প্রশ্ন আছে।
আরও পড়ুনঃ কাছাকাছি আসছে সূর্য-ইরা, বিয়ের পিঁড়িতে দীপা-অর্জুন!’ফাঁস অনুরাগের ছোঁয়া’র তোলপাড় করা টুইস্ট
ঠাম্মি বলে, যদি আমার যুক্তিতে তোমরা হেরে যাও তাহলে কি হবে? উত্তরে নীল জানায় তুমি যা বলবে মেনে নেবো। অন্যদিকে মেঘ নিজের উত্তর স্পষ্ট করেনি। এরপরেই শেষ হয়ে যায় পর্ব। অর্থাৎ ঠাম্মির কথাতেই হয়তো আবার বিয়ে শুরু হবে। তবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর চোখ রাখতে হবে টিভির পর্দায়।