• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডাবল নমিনেশন সত্ত্বেও হাতছাড়া ফিল্মফেয়ার! অরিজিৎ সিংকে হারিয়ে সেরা হল কে?

২৮শে জানুয়ারি আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪ (Filmfare Awards 2024)। এবছরে সেরা গানের প্লে-ব্যাক গায়কের নমিনেশন একটা যা দুটো গানের জন্য নাম ছিল বাংলার গর্ব অরিজিৎ সিং (Arijit Singh) এর। সকল ভক্তরা আশা করেছিল কিশোর কুমারের মত আটবার ফিল্মফেয়ার জেতার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন অরিজিৎ। কিন্তু সেটা আর হল না। জোড়া নমিনেশন থাকা সত্ত্বেও অ্যাওয়ার্ড উঠল অন্য কারোর ঝুলিতে।

ফিল্মফেয়ার ২০২৪ এ শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবির ‘লুট পুট গেয়া’ ও রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির ‘সতরঙ্গা ইশ্ক’ গানের জন্য নোমিনেটেড হয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু বাজি মারলেন ‘অ্যানিম্যাল’ ছবির ‘আরজন ভ্যালি নে’ গায়ক ভূপিন্দর বাব্বল। নমিনেশনে ছিলেন সোনু নিগম, শহীদ মালিয়া থেকে বরুণ জৈন, শব্দ ফারিদি, আতমাস ফারিদি এর মত প্লে-ব্যাক গায়কেরাও।

   

Arijit Singh, Arijit Singh Siliguri concert, Arijit Singh in train, Arijit Singh in Teesta Torsa express

এতো গেল সেরা প্লে-ব্যাক গায়ক, সেরা গায়িকার খেতাব জিতলেন কে? এর উত্তর হল বছরের অন্যতম বিতর্কিত গান ‘বেশরম রং’ গায়িকা শিল্প রাও। সেরা গীতিকার হয়েছেন অমিতাভ ভট্টাচার্য। তবে সেরা মিউজিক অ্যালবাম বলতে ‘অ্যানিম্যাল’ ছবির গানগুলিই বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পর্দায় কুচুটে শাশুড়ি হলেও, বাস্তবে ছিলেন পুরো আলাদা! গীতা দের করুণ কাহিনী চোখে জল আনতে বাধ্য

গতবছর অর্থাৎ ২০২৩ সালের ফিল্মফেয়ারে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ গানের সেরা প্লে-ব্যাক মেল গায়ক হয়েছিলেন অরিজিৎ সিং। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে অরিজিৎ সিংয়ের প্রতিদ্বন্দ্বী যে তিনি নিজেই সেটা বলা যেতেই পারে। এর আগেও একটানা ৫ বার ফিল্মফেয়ার জিতেছেন তিনি।

আরও পড়ুনঃ পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে! ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার জন্মদিনে আদুরে ছবি শেয়ার করলেন সৌম্যদীপ

২০১৬ সালে প্রথম ‘নিয়ে দিল হ্যায়’ মুশকিল ছবির জন্য আসে সেরা প্লে-ব্যাক গায়কের অ্যাওয়ার্ড। এরপর ২০১৭ সালে ‘Roy’ ‘সূর্য ডুব হ্যায়’ গানের জন্য অ্যাওয়ার্ড পান। তারপর আবারও ২০১৮ সালে ‘রোকে না রুকে নয়না’ ও ২০১৯ সালে  ‘ইয়ে বতন’ গানের জন্য জিতেছেন ফিল্মফেয়ার। এখানেই শেষ নয় ২০২০ সালে ব্যাক টু ব্যাক পঞ্চমবার ‘কলঙ্ক’ গানের জন্য আবারও ফিল্মফেয়ার যেতেন অরিজিৎ সিং।

site