কথায় আছে, দু’জন অভিনেত্রী কখনও ভালো বন্ধু হতে পারে না। তবে এই কথা যে সবক্ষেত্রে খাটে না তা শ্রীলা মজুমদার (Sreela Majumdar) এবং ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সম্পর্ক দেখলেই বেশ বোঝা যায়। রক্তের সম্পর্ক না থাকলেও ঋতুপর্ণাকে চিরকাল নিজের বোনের মতো ভালোবেসেছেন শ্রীলা। স্বাভাবিকভাবেই তাই শ্রদ্ধেয় ‘শ্রীলাদি’র প্রয়াণের পর বেশ ভেঙে পড়েছেন ঋতুপর্ণা।
শ্রীলা মজুমদারের (Sreela Majumdar Passed Away) প্রয়াণের খবর এখনও অনেকে মেনে নিতে পারেননি। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে (Tollywood)। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় গলা ধরে আসে ঋতুপর্ণারও। কিন্তু তা সত্ত্বেও নিজেকে সামলে ‘দিদি’র সম্বন্ধে নানান অজানা কথা শেয়ার করেন তিনি।
ঋতুপর্ণা বলেন, ‘আমার দিদি চলে গেল। মনে হয় না আমি কখনও বলতে পারবো যে দিদি নেই। আমার দিদি আমার মধ্যে, আমার ভেতরে সর্বদা শক্তি জুগিয়েছেন। এই মানুষটা আমায় চিরকাল বলেছেন, ঋতু তুমি কখনও থামবে না, কখনও ভাঙবে না, সবসময় এগিয়ে যাবে। যত প্রতিকূলতাই আসুক। দিদির কথাগুলো আমার কানে বাজবে…’। একথা বলেই কেঁদে ফেলেন ঋতুপর্ণা।
আরও পড়ুনঃ নীল অতীত, এবার মেঘের জন্য আনা পাত্রকেই চাই ময়ূরীর! আগাম পর্ব ফাঁস হতেই ছি ছি করছে দর্শকেরা
নিজেকে কিছুটা সামনে ফের বলেন, শ্রীলা তাঁকে এত ভালোবাসা, স্নেহ দিয়েছেন যে তিনি কখনও বুঝতে পারেননি যে তাঁর নিজের কোনও দিদি নেই। ঋতুপর্ণার স্পষ্ট কথা, ‘শ্রীলা মজুমদারই আমার নিজের দিদি’। অভিনেত্রীর সংযোজন, ‘পথিতযশা একজন অভিনেত্রী উনি, এত বিখ্যাত বিখ্যাত সব কাজ করেছেন, ওনার অভিনয়ের কথা সারা বিশ্বে ছড়িয়েছে। অনেক বিখ্যাত মানুষদের সঙ্গে উনি কাজ করছেন। আন্তর্জাতিক স্তরেও ওনার কাজ করার নজির আছে। ওনার বিষয়ে কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র’।
ঋতুপর্ণা একবাক্যে মেনে নেন, শ্রীলা মজুমদারের মতো অভিনেত্রী সিনেদুনিয়ায় বিরল। শ্রীলা মজুমদার একজনই ছিলেন আর একজনই থাকবেন। পাশাপাশি এও জানান, জীবনের শেষ কয়েকটা দিন লড়াই করে, কষ্ট পেয়ে কেটেছে এই প্রতিভাময়ী অভিনেত্রীর। তবে সবসময় সুস্থ হয়ে কাজ করার কথা বলতেন তিনি।
আরও পড়ুনঃ অর্ণব-ইপ্সিতার সম্পর্কে চিঁড়? অন্য নায়কের সঙ্গে প্রেমে ভরা ছবি দিতেই শুরু জল্পনা
ঋতুপর্ণা বলেন, ‘উনি সবসময় বলতেন, ‘জানিস ঋতু আমি ভালো হয়ে যাব। হয়তো আর কয়েকটা দিন। ডাক্তার আমায় ৩০ দিন বিশ্রাম নিতে বলেছেন, এরপরেই কিন্তু তোর সঙ্গে আমি ওই কাজটা করবো। আবার তোর সঙ্গে ওই কাজে ভয়েস ওভার দেব আমি। আমাদের কিন্তু বাইরে অনেক কাজ, অনুষ্ঠান করতে হবে’।
View this post on Instagram
শ্রীলা মজুমদারের সঙ্গে কাজ করার স্মৃতিতে ডুব দিয়ে এরপর ঋতুপর্ণা বলেন, ‘একসঙ্গে আমরা কত ছবি করেছি, অনুষ্ঠান করেছি। পরে মনটা ভেঙে গিয়েছিল, হয়তো ইন্ডাস্ট্রির অনেকের কাছে অভিমান জমা ছিল। কিন্তু বারবার উনি বলতেন, তুই তো আছিস, আমি কত কাজ করছি দেখ। যারা বন্ধু হিসেবে শ্রীলাদির পাশে ছিলেন, শিল্পী হিসেবে তাঁর মূল্যায়ন করেছেন আমি তাঁদের সারাজীবন সম্মান করবো। কারণ ওনার মতো অভিনেত্রী, মানুষ আর অমন ভুবন ভোলানো মধুর কণ্ঠ আর কখনও হবে না’। সবশেষে নিজের ‘শ্রীলাদি’র প্রতি ভালোবাসা জাহির করে ঋতুপর্ণা বলেন, তিনি চিরদিন, চিরকাল অমর হয়ে থাকবেন। কাজের পাশাপাশি তাঁর দিদি হয়ে বেঁচে থাকবেন।