সিরিয়াল প্রেমী বাঙালিদের পছন্দের মধ্যে ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) আছেই। গল্পে নায়ক সূর্যের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে (Dibyojyoti Dutta)। তবে এটাই কিন্তু অভিনেতার প্রথম সিরিয়াল নয়। টেলিভিশনের জগতে শুরুটা হয়েছিল ‘জয়ী’ সিরিয়ালের হাত ধরে। এরপর চুনি পান্না, দেশের মাটি এ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। গল্পে পেশায় ডাক্তার হিসাবে দেখানো হয়েছে সূর্যকে। তবে জানেন বাস্তবে স্কুলে কেমন রেজাল্ট করেছিলেন অভিনেতা?
অভিনয়ের ক্ষেত্রে শুরু থেকেই দর্শকদের মতে একশতে একশো পেয়েছেন অভিনেতা। প্রথম ধারাবাহিক ‘জয়ী’ থেকেই জায়গা করে নিয়েছিলেন সকলের মনে। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও কিভালো ছিলেন? যেমনটা জানা যাচ্ছে অংকের বিষয়ে একটু দুর্বলই ছিলেন তিনি। এমনকি ফেল পর্যন্ত করেছিলেন স্কুলের পরীক্ষাতে।
সম্প্রতি টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি। সেখানেই অভিনেতার সম্পর্কে নানা তথ্য জানা গিয়েছে। পেশায় স্বর্ণকারের ছেলে তিনি। মামার বাড়িতেও সকলেই সোনার ব্যবসা করেন। অবশ্য ব্যবসায়ী পরিবারের ছেলে হলেও অংককে ছোটবেলা থেকেই ভয় পেতেন।
আরও পড়ুনঃ ১০ বছর এগিয়ে যাবে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প! সোনা-রুপার চরিত্রে আসবে কারা? জোর জল্পনা নেটপাড়ায়
অভিনেতা নিজেই সাক্ষাৎকারে জানান, একবার তো অংক পরীক্ষায় শূন্য পর্যন্ত পেয়েছিলেন। দিব্যজ্যোতি বলেন, ‘আমি অংকে শূন্য পেয়েছিলাম ক্লাস ফোরে পড়ার সময়। অংক একদমই ভালো লাগে না আমার তাই মাধ্যমিক পাশ করার পর কলা বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করি। কিন্তু কলেজের ঢুকেই পড়া ছুটে গেল’। তাহলে কতদূর পড়াশোনা করেছেন অভিনেতা? উত্তরে জানা যাচ্ছে স্নাতক হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে দেওয়ায় স্নাতক হওয়া আর হয়নি।
আরও পড়ুনঃ মায়ের মন রাখতে পৌরষত্ত্ব ফলানোই কাল হবে! পর্ণাকে অগ্রাহ্য করে বিপদে সৃজন, ফাঁস মহাধমকা পর্ব
তবে যেটা জানা যাচ্ছে, স্নাতক পাশ না হওয়ার বিষয়টা মোটেই ভালোলাগে না তাঁর। সেই কারণেই আবারও নতুন করে শুরু করেছেন পড়াশোনা। এবারে পর্দায় যেমন ডাক্তার হয়ে পুষ্টির খেয়াল রাখেন তেমনি বাস্তবেও পুষ্টি নিয়েই পড়াশোনা শুরু করেছেন। অর্থাৎ অভিনয় আর পুষ্টি নিয়ে পড়াশোনা দুটোই চলছে সমান তালে।