• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কচি প্রেমিকা পেতেই পালিয়ে বিয়ে! ২০২৪ এ ধামাকাদার কামব্যাক বাদাম কাকুর, ভিডিও না দেখলেই মিস

‘আমার কাছে নেই কো বুবু কাঁচা বাদাম’! কি মনে আছে তো ভাইরাল বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar)? একসময় নিজের গানের জেরে আসমুদ্র হিমাচল ভাইরাল হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু কিছুমাস যাওয়ার পরেই হয় ছন্দপতন। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম সর্বত্র ভাইরাল হয়েও হারিয়ে যাচ্ছিলেন দুবরাজপুরের এই বাদাম বিক্রেতা। তবে এবার ২০২৪ সালে আবারও চর্চায় উঠে এলেন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) খ্যাত ভুবন বাদ্যকর।

আজ থেকে তিন বছর আগে রাস্তায় বাদাম বিক্রির জন্য ছড়া কেটে গান গেয়ে খদ্দের আনতেন ভুবনবাবু। নেটপাড়ায় সেই ভিডিওই ভাইরাল হয়ে পরে। তারপর সেই গানের রিমিক্স বেরোতে গোটা ভারত এমনকি বিলেতেও পৌঁছে যায় খ্যাতি। একটা গানের জেরেই বাড়ি, গাড়ি থেকে প্রতিপত্তি সব মিলেছিল। কিন্তু এরপর আরও বেশ কিছু গান করলেও সেভাবে জনপ্রিয়তা মেলেনি।

   

Bhuban Badyakar, Bhuban Badyakar acting debut, Bhuban Badyakar serial

নিজের গান বিক্রি করে অবস্থা আরও খারাপ হয়, বাদাম উচ্চারণ করলেই নাকি জুটছিল কপিরাইট। সোশ্যাল মিডিয়াতে কাতর নয়নে সাহায্য চেয়েছিলেন যাতে তাকে কেউ সহায়তা করে। এখানেই শেষ নয়, ফেমাস হওয়ার পর স্থানীয় ক্লাবের পক্ষ থেকেও নাকি নানা ধরণের চাঁদার জুমুল সহ্য করতে হয়েছিল। গানের টাকায় বানানো নিজের বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে থাকতে হয়েছিল দীর্ঘদিন।

আরও পড়ুনঃ পার্টিতে মাথায় গ্লাস নিয়ে ‘জামাল কুদু’ ড্যান্স রচনা ব্যানার্জীর, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

তবে হাল ছাড়েননি বাদাম কাকু। এবার এক সুন্দরী কলেজ পড়ুয়া নাকি প্রেমে পড়েছে বাদাম কাকুর! এরপর নাকি পালিয়ে বিয়েও সেরে ফেলেছেন তাঁরা। এমনই একটি ভিডিও বাজার কাঁপাচ্ছে নতুন বছরে। এভাবেই কি কপাল ফিরবে ভুবন বাদ্যকরের? তাছাড়া ব্যাপারটাই বা কি? চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ জ্বালিয়ে মারছে ভ্লগাররা! মটকা গরম হতেই ঝেঁটিয়ে দিল রানু মন্ডল, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে বাদামকাকুর নতুন গান ‘কলেজে পড়তে গিয়ে পড়লাম প্রেমে’ (College Porte Giye Porlam Preme)।  গানটি ইতিমধ্যেই প্রায় ১০ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে ফেসবুকেও। যা দেখে নেটিজেনরা বলছে বাদাম কাকু ব্যাক! তবে একথা কতটা সঠিক তা আগামী দিনেই বোঝা যাবে। বাদামকাকুর জন্য আগাম শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য।

site