• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা বানাতে এসে আমায় বিয়ে করে নিল, এতদিনে বিয়ের মজার কাহিনী ভাগ করে নিলেন লিলি চক্রবর্তী

লিলি চক্রবর্তী (Lily Chakraborty) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। ‘ভানু পেল লটারি’ ছবি দিয়ে বাংলা সিনেমার (Bengali Cinema) জগতে পা রেখেছিলেন তিনি। এরপর উত্তম কুমারের সাথেও কাজ করেছেন। বর্তমানে সিনেমা থেকে সিরিয়াল (Serial) সর্বত্রই নিজের অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।

১৯৫৮ এ প্রথম আত্মপ্রকাশের পর থেকে আজ ৮২ বছর বয়সেও একই রয়ে গিয়েছে লিলি চক্রবর্তীর জনপ্রিয়তা। ভানু গোয়েন্দা, দেওয়া নেওয়া, প্রতিদান থেকে শুরু করে চিনি, পোস্ত, অর্ধাঙ্গিনীর মত ছবিতেও দেখা গিয়েছে তাকে। তাঁর বাবা কেশবচন্দ্র বিখ্যাত থিয়েটারের অভিনেতা ছিলেন।

   

Neem Phooler Madhu serial thammi actress Lily Chakraborty's birthday celebration 

বর্তমানে জি বাংলার সবচেয়ে বেশি জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। গল্পে ঠাম্মি তথা বাড়ির প্রবীণ সদস্য হিসাবে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’ টিম হাজির হয়েছিল লিলি চক্রবর্তীর বাড়িতে। সেখানেই নিজের জীবনের এক অজানা কাহিনী সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিয়ে করছে ‘উচ্ছেবাবু’ আদৃত! ভাইরাল গুঞ্জন বিয়ে অবশেষে মুখ খুললেন কৌশাম্বী চক্রবর্তী

ভক্তরা জানান, মাত্র ১৯ বছর বয়সেই বিয়ে হয়েছিল লিলি চক্রবর্তীর। তবে বিয়ের পরেও অভিনয় চালিয়ে গিয়েছেন, এতে স্বামীকে সর্বদাই পাশে পেয়েছিলেন তিনি। স্বামী অজিত কুমার ঘোষ পেশায় ছিলেন ডেয়ারি ও ফার্মেসির ব্যবসায়ী। সিনেমা তৈরির সুবাদেই দুজনের মধ্যে আলাপ, পরবর্তীকালে বিয়ে। এদিন কিভাবে বিয়ে হল সেই কাহিনী শোনালেন অভিনেত্রী।

Lily Chakraborty in Neem Phooler Madhu

লিলি চক্রবর্তী জানান, ‘ছবি করবে বলেই এসেছিল। এরপর রোজ আসা যাওয়া চলতে থাকে। তারপর ছবি করা আর হল না, আমাকে বিয়ে করে ফেললো’। অভিনেত্রীর মুখে বিয়ের এমন গল্প শুনে হেসে উঠেছিলেন উপস্থিত সকলেই। ২০১০ সালে অভিনেত্রীর স্বামী প্রয়াত হন।

আরও পড়ুনঃ মায়ের এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করল মেয়ে! সিরিয়ালের গাঁজাখুরি গল্প দেখে চরম খিল্লি নেটিজেনদের

প্রসঙ্গত, একসময় মধ্যপ্রদেশে মামাবাড়িতে থেকে পড়াশোনা করতেন লিলি চক্রবর্তী। সেই কারণে বাংলার পাশাপাশি হিন্দিও ভালোই বুঝতে ও বলতে পারতেন। যার ফলে শুধু বাংলা সিনেমা হয়, চুপ চুপকে, ইনকার এর মত একাধিক বলিউডের ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

site