সিরিয়ালের ভবিষ্যৎ জানার জন্য টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) তালিকা দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। ষ্টার জালসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) সব চ্যানেলের ভাগ্যই টিকে এই টিআরপি তালিকার উপর। পুরোনোদের টেক্কা দিয়ে রীতিমত হাল্লা বলছে নতুনেরা। এসপ্তাহেও তেমনটাই হল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন TRP তালিকা, যা দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য।
সবাইকে চমকে বছরের শেষে বাজি মারল নিম ফুলের মধু। হ্যাঁ সৃজন-পর্ণার দ্বিতীয় বিয়ে দেখিয়েই বেঙ্গল টপার জি বাংলার মেগা। সদয় প্রকাশিত টিআরপি তালিকায় ৯.২ পয়েন্ট পেয়েছে নিম ফুলের মধু। এদিকে বেশ কিছুদিন ধরে সেরা পাঁচের তালিকায় আসতেই হিমশিম খাচ্ছে অনুরাগের ছোঁয়া। বদলে জগদ্ধাত্রী, ফুলকির টেক্কা দিচ্ছিল। তবে এবার হাল আরও খারাপ হচ্ছে! দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীকে প্রাপ্ত পয়েন্ট ৮.৯।
পিছিয়ে নেই ফুলকিও, সামান্য পয়েন্টের ফারাকে ৮.৫ পেয়ে তৃতীয় হয়েছে ফুলকি ধারাবাহিক। এরপর চতুর্থ স্থানে রয়েছে ষ্টার জলসার গীতা LLB, প্রাপ্ত পয়েন্ট ৭.৯। তবে চমকে দিয়েছে শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণুর নতুন মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’। প্রথম সপ্তাহেই সেরা পাঁচে ঢুকে গিয়েছে সিরিয়ালটি। ৭.১ পয়েন্ট পেয়ে পিছনে ফেলে দিয়েছে শিমুলকে। এর ঠিক পরেই রয়েছে কার কাছে কই মনের কথা। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকা।
আরও পড়ুনঃ পার্টিতে মাথায় গ্লাস নিয়ে ‘জামাল কুদু’ ড্যান্স রচনা ব্যানার্জীর, ফাঁস হতেই ভাইরাল ভিডিও
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
নিম ফুলের মধু – ৯.২ প্রথম
জগদ্ধাত্রী – ৮.৯ দ্বিতীয়
ফুলকি – ৮.৫ তৃতীয়
গীতা LLB – ৭.৯
কোন গোপনে মন ভেসেছে – ৭.৮
আরও পড়ুনঃ মৃত্যু দিয়েই শেষ হবে মেঘ-নীলের ভালোবাসার কাহিনী? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্বের ট্র্যাক
কার কাছে কই মনের কথা – ৭.৬
অনুরাগের ছোঁয়া – ৬.৭
সন্ধ্যাতারা – ৬.৬
জাল থই থই ভালোবাসা – ৬.৫
কথা – ৬.৪
টিআরপি তালিকা দেখলেই বোঝা যাচ্ছে, পুরোনোদের জনপ্রিয়তা ফিকে হয়েছে। এমনকি টানটান উত্তেজনার এপিসোড হলেও সেরা দশের তালিকায় নেয় ইচ্ছে পুতুল। ইতিমধ্যেই নেটপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে মেঘের মৃত্যু দিয়েই নাকি শেষ হবে ইচ্ছে পুতুল। তবে আগামী এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট মেলেনি। তাই আসল সত্যি জানার জন্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
মেগা সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখতে বেশ পছন্দ করেন সকলেই। আর অন্যবারের মত একবারও রচনা ব্যানার্জী সঞ্চালিত ‘দিদি নং ১’ টেক্কা দিয়েছে দাদাগিরিকে। দিদি নং ওয়ান পেয়েছে ৭.০ পয়েন্ট। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত দাদাগিরি পেয়েছে ৫.৫ পয়েন্ট। এছাড়া ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৩ পয়েন্ট।